আমিরাতে জাতীয়তাবাদী যুবদলের প্রতিনিধি সমাবেশ ও ঈদ পুনর্মিলনী


সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রতিনিধি সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শারজাহ হুদুবিয়া রেস্টুরেন্টে শনিবার রাতে আয়োজিত এই অনুষ্ঠানে শারজাহ যুবদলের সভাপতি মো. মানিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএই বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দীন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "বাংলাদেশে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে, তবে ঐক্যবদ্ধ থাকার মাধ্যমে আমরা সব ষড়যন্ত্র পরাস্ত করতে সক্ষম হবো। আমরা শহীদ জিয়ার সৈনিক, আমাদের প্রতিটি কাজে ঐক্য এবং একতা থাকতে হবে।" তিনি আরও বলেন, "তারেক রহমানের নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ এবং আমাদের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
এছাড়া প্রতিনিধি সমাবেশ ও ঈদ পুনর্মিলনীতে বিভিন্ন বক্তা তাদের বক্তব্য প্রদান করেন, এর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ইউএই বিএনপির আলহাজ মোহাম্মদ শরাফত আলী, সিরাজুল ইসলাম নওয়াব, নূরনবী ভূঁইয়া, এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন ইউএই কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আবু ইউসুফ রানা।
এ অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন, যারা যুবদলের কার্যক্রম এবং সংগঠনের উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন।
নতুন/কাগজ/মাহিম/আমিরাত
