আমিরাতে ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হচ্ছে ঈদুল ফিতর


ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব-আমিরাতে আজ রবিবার ৩০ মার্চ অনুষ্ঠিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের প্রথম এটি।
ঈদের জামাত সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে বড় বড় ঈদগাহ ও মসজিদগুলোতে স্থানীয় প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
বিভিন্ন শহরে বা বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন সময়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় । আবুধাবিতে ঈদের জামাত সকাল ৬টা ২২ মিনিটে, দুবাইয়ে ৬টা ২০ মিনিটে, আল আইনে ৬টা ২৩ মিনিটে, শারজাহ ও আজমানে ৬টা ১৯ মিনিটে, রাস আল খাইমায়ে ৬টা ১৭ মিনিটে, ফুজাইরাহে ৬টা ১৫ মিনিটে, খোরফাক্কান ৬টা ১৬ মিনিটে এবং উম্মে আল কুইনে ৬টা ১৮ মিনিটে নামাজ অনুষ্ঠিত হয়।
দেশটির বিভিন্ন প্রদেশে প্রায় ১০ লাখ বাংলাদেশিসহ অন্যান্য দেশের মুসলিম ধর্মাবলম্বীরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে থাকেন। সাধারণত সৌদি আরবের সঙ্গে মিল রেখেই সংযুক্ত আরব আমিরাত পবিত্র ঈদুল ফিতর পালন করে থাকে।
ঈদের দিনকে ঘিরে স্থানীয়দের মধ্যে বেশ আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। প্রবাসী বাংলাদেশিরা সহ স্থানীয়রা ঈদ ঘিরে বিভিন্ন আয়োজন করেছেন।
নতুন/কাগজ/মাহিম/ইউএই/দুবাই
