সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • আমিরাতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন

    আমিরাতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংযুক্ত আরব আমিরাতের দুবাইস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেল-এ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়।

    বুধবার (২৬ মার্চ) প্রত্যুষে কনস্যুলেট প্রাঙ্গণে কনস্যুলেট জেনারেলের কাউন্সেলর ও দূতালয় প্রধান মো. আশফাক হোসেইন এর সঞ্চালনায় কনসাল জেনারেল কর্তৃক জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর মহান স্বাধীনতা যুদ্ধ এবং ২৪’র গণঅভ্যূত্থানের শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।

    কনস্যুলেট মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয় এতে দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি,  প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রেরিত বাণীসমূহ পাঠ করে শোনানো হয়। বাণী পাঠ শেষে ২৪’র জুলাই-আগষ্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। 

    আলোচনা পর্বে দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবী, ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ, জনতা ব্যাংক এবং কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। আলোচকগণ ৭১ এবং ২৪’র শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। তারা প্রবাসীদের কল্যাণে আরও নানা ইতিবাচক পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ‍দৃষ্টি আকর্ষণ করেন। 

    সভাপতির বক্তব্যে কনসাল জেনারেল মোঃ রাশেদুজ্জামান মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহিদ ও বীর মুক্তিযোদ্ধা এবং ২৪’র গণঅভ্যূত্থানে শহিদ ছাত্র-জনতার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই-এর বিভিন্ন প্রচেষ্টার কথা উল্লেখ করেন এবং তা আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠার সাথে কাজ করে দেশ ও দেশের মানুষের সার্বিক কল্যাণের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্যে তিনি সকলকে আহবান জানান।


    নতুন/কাগজ/মাহিম/মুন্না/ইউএই/দুবাই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন