সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • পদত্যাগ করলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক

    পদত্যাগ করলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন ড. সৈয়দ জামিল আহমেদ। আজ (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নাট্যোৎসবের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি অতিমাত্রায় নিয়ন্ত্রণের অভিযোগ তুলে নিজেই পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান।

    জামিল আহমেদ বলেন, ‘আমি ৯ সেপ্টেম্বর শিল্পকলার ডিজি হিসেবে দায়িত্ব নিয়েছিলাম। অনেক স্বপ্ন ছিল আমার শিল্পকলা নিয়ে। দেশের সবশ্রেণির মানুষকে শিল্প ও সংস্কৃতি চর্চার সঙ্গে সম্পৃক্ত করতে চেয়েছিলাম। কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সেভাবে সহযোগিতা আসেনি।’

    তিনি আরও বলেন, ‘আমাকে মন্ত্রণালয় থেকে বলা হয়েছে “আদিবাসী” শব্দটি ব্যবহার করা যাবে না। আমি এটা মানবো না। আমি সরে যাচ্ছি। আমি চাই আদিবাসীদের অধিকার ও সম্মান অক্ষুণ্ন থাকুক।’ বক্তব্য শেষে তিনি সংস্কৃতি সচিবের হাতে পদত্যাগপত্র তুলে দিয়ে নিজের দায়িত্বের ইস্তফা দিয়েছেন।

    এর আগে গেল ৯ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ পান নাট্যনির্দেশক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ। তাকে দুই বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছিল। নভেম্বরে তাকে সচিব পদমর্যাদা দেয়া হয়েছিল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন