সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • হঠাৎ টালিউডে কর্মবিরতির ডাক, সিনেমা-সিরিয়ালের শুটিং বন্ধ!

    হঠাৎ টালিউডে কর্মবিরতির ডাক, সিনেমা-সিরিয়ালের শুটিং বন্ধ!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হঠাৎ করেই আটকে গেল সব শুটিং। কর্মবিরতি চলছে টালিগঞ্জে। মূলত টালিগঞ্জের টেকনিশিয়ানদের একাংশ একদিনের কর্মবিরতির ডাক দিয়েছেন মঙ্গলবার (১৬ জানুয়ারি)। ফলে সিনেমা, সিরিয়ালসহ সবকিছুর শুটিং বন্ধ রাখা হয়েছে এদিন।

    ভারতীয় সংবাদমাধ্যমের খবর, টেকনিশিয়ানদের একাংশ, বিশেষ করে ইলেকট্রিশিয়ানদের পক্ষ থেকে জানানো হয়েছে―আসন্ন নির্বাচনে প্রার্থী হতে নিষেধ করা হয়েছে তাদের। এ নিয়েই অভিযোগ। যা পৌঁছায় কর্মবিরতিতে।

    তাদের দাবি, তারা নির্বাচিত সদস্য এবং তারা যদি এই নির্বাচনে অংশ নিতে না পারে তাহলে তাদের সুবিধা-অসুবিধা জানানোর কোনো সুযোগ পাবেন না। এ জন্য গল্পের একাংশের বিরুদ্ধে অভিযোগ তাদের। আর তাদের কর্মবিরতির কারণে মঙ্গলবার স্টুডিওপাড়া একদমই অচলপ্রায়।

    এছাড়া মাঝে মধ্যেই টেকনিশিয়ানদের অসন্তোষের জন্য সিনেমা-ধারাবাহিকের শুটিংয়ে বিভিন্ন সমস্যা দেখা যায় টালিপাড়ায়। নিজেদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কথা বলে থাকেন। এবারও সেই প্রেক্ষিতে কর্মবিরতি পালন করছেন তারা।

    এদিকে অন্য একটি সংবাদমাধ্যম ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়াকার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করে। এতে স্বরূপ বিশ্বাস বলেন, সকালে একটু সমস্যা হয়েছিল। কিন্তু পরে অবশ্য সমস্যা মিটে গেছে। শুটিং বন্ধ করাকে কখনোই সমর্থন করে না ফেডারেশন। বর্তমানে আমি গঙ্গাসাগরে রয়েছি। বিকেলে কলকাতায় ফিরেই সমস্যা খতিয়ে দেখা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন