সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • সিনেমার সমাবর্তন ২০২৪ আসরে

    মনোনয়ন পেয়েছেন জয়া ও ফারিণ

    মনোনয়ন পেয়েছেন জয়া ও ফারিণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এক দশক ধরে কলকাতার চলচ্চিত্রে অভিনয় করছেন জয়া আহসান। অন্যদিকে গত বছরই কলকাতার বাংলা সিনেমায় অভিষেক ঘটেছে তাসনিয়া ফারিণের। দুই সময়ের এই দুই অভিনয়শিল্পী ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ডব্লিউবিএফজেএ) আয়োজিত ‘সিনেমার সমাবর্তন ২০২৪’–এর পুরস্কার আসরে মনোনয়ন পেয়েছেন। 

     

    কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার জন্য পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী জয়া আহসান এবং অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা উদীয়মান নারী অভিনয়শিল্পী বিভাগে মনোনয়ন পেয়েছেন তাসনিয়া ফারিণ।


    গত বছর অতনু ঘোষের আলোচিত ‘বিনিসুতোয়’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী বিভাগে ডব্লিউবিএফজেএ পুরস্কার জিতে নেন জয়া আহসান। এবার জয়ার সঙ্গে ডব্লিউবিএফজেএ পুরস্কারের মনোনয়ন তালিকায় আছেন মমতা শঙ্কর (‘পালান)’, অনন্যা সেন (‘দিলখুশ’) ও অনিন্দিতা বোস (‘আরও এক পৃথিবী’)। এদিকে তাসনিয়া ফারিণকে লড়তে হবে ‘দিলখুশ’ অভিনেত্রী ঐশ্বর্য সেনের সঙ্গে।

     

    গত বছরের ২ জুন পশ্চিমবঙ্গের সিনেমা হলে মুক্তি পায় জয়া আহসান অভিনীত ‘অর্ধাঙ্গিনী’। একজন পুরুষের জীবনে দুই নারীর হৃদয়ের যুদ্ধ নিয়ে এগিয়েছে সিনেমার গল্প। এতে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন অভিনেত্রী চূর্ণী গাঙ্গুলি ও অভিনেতা কৌশিক সেন। ছবিতে জয়া অভিনয় করেছেন কৌশিক সেনের স্ত্রীর চরিত্রে আর চূর্ণী গাঙ্গুলি অভিনয় করেছেন তাঁর সাবেক স্ত্রীর ভূমিকায়।

     

    এদিকে অতনু ঘোষের নির্দেশনায় ‘আরও এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে প্রথমবার পশ্চিমবঙ্গের সিনেমায় অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। এতে ‘প্রতীক্ষা’ নামের এক তরুণীর চরিত্রে অভিনয় করেন তিনি। মেয়েটির ১১ বছরের জীবন অভিযাত্রার গল্প এটি। গল্পে প্রতীক্ষা নিজের প্রকৃত পরিচয়, প্রকৃত আশ্রয় খুঁজে বেড়ান। এসকে মুভিজ প্রযোজিত এই চলচ্চিত্রে ফারিণ ছাড়া আরও অভিনয় করছেন নির্মাতা কৌশিক গাঙ্গুলি, সাহেব ভট্টাচার্য ও অনিন্দিতা বসু।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ