সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • সংরক্ষিত মহিলা আসন চাই: অপু

    সংরক্ষিত মহিলা আসন চাই: অপু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নৌকার সমর্থক রুপালি পর্দার চিত্রনায়িকা অপু বিশ্বাস। আওয়ামী লীগকে জয়ী করতে এর আগে তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। এমনকি মনোনয়ন পত্রও কিনেছিলেন। আসন্ন দ্বাদশ নির্বাচনেও নৌকার প্রচারণায় অংশ নিয়ে অপু জানান, তিনি সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চান।

    বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগে একটি কনসার্টে অংশ নেন অপু। সেখানে তিনি চিত্রনায়ক ফেরদৌসকে ঢাকা ১০ আসনে নৌকা প্রতীকে জয়ী করতে জয় বাংলা স্লোগানে আওয়াজ তোলেন। পরে অপু বিশ্বাস বলেন, যদি এমপি হতে পারি জনগণের জন্য অনেক কিছু করবো। জার্নালিস্টরা সবসময় আমাকে সাপোর্ট করে। তাদের জন্য কিছু করতে পারি না। যদি সত্যি কোনো সুযোগ পাই তাদের জন্য অবশ্যই কিছু করবো।

    বগুড়ার মেয়ে অপু বিশ্বাস গেল নির্বাচনের পর সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চেয়েছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি সত্যি সত্যি মনে প্রাণে আওয়ামী লীগ করি। শিল্পীদের মধ্যে ফেরদৌস ভাই নৌকা প্রতীকে দাঁড়িয়েছেন। তিনি ঢাকা ১০ আসনে আছেন। এই ধানমন্ডি এলাকায় বাংলাদেশের বড় ইতিহাস জড়িয়ে আছে। যারা মনে প্রাণে আওয়ামী লীগ করে তাদের ধানমন্ডি ৩২-এ বারবার আসতে হয়।

    অপু বলেন, সবকিছু মিলিয়ে ফেরদৌস আহমেদ আমার বড় ভাই। উনি যেহেতু নির্বাচনে করছেন এ কারণে তার নির্বাচনী প্রচারণায় আমি যুক্ত হয়েছি। আমি ঢাকা বাড্ডা এলাকার ভোটার। আমার ভোটটা আমি সঠিকভাবে দেব। তারপর ফেরদৌস ভাইয়ের ঢাকা ১০ আসনে এসে প্রচারণায় যুক্ত হবো। সহিংসতা নয়, এবারের নির্বাচন হবে মিলনমেলা। আমি তাই মনে করি। এবারের নির্বাচনে যেন এটাই হয়। আসলেই নির্বাচনটা উৎসব মনে হচ্ছে।

    অপু বিশ্বাস অভিনীত ‘লাল শাড়ি’ ছবিটি গেল ঈদুল আযহায় মুক্তি পেয়েছিল। সরকারি অনুদান পাওয়া এ ছবির মাধ্যমে প্রযোজক হিসেবে অভিষিক্ত হয়েছেন তিনি।

    এই নায়িকা বলেন, একসময় অনেক সিনেমায় ব্যস্ত থাকতাম। তখন অনেকেই বলতো অপু এতো সিনেমা করে কেন? এখন তারাই বলে অপু কম সিনেমা করে কেন? কম সিনেমা করি এমনটা মোটেও নয়। আমি ভালো কাজের অপেক্ষায় আছি। প্রথমবার প্রযোজনায় এসেছি। ইচ্ছা আছে প্রতিবছর একটি করে হলেও সিনেমা প্রযোজনা করবো। পাশাপাশি নারীদের জন্য কিছু করবো। হোক সেটা রাজনীতি, ব্যবসা বা সিনেমার মাধ্যমে।


    চ্যানেল আই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ