সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • মোশাররফ করিম'র হুব্বা আসছে জানুয়ারিতেই

    মোশাররফ করিম'র হুব্বা আসছে জানুয়ারিতেই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের মোশাররফ করিম পশ্চিমবঙ্গেও বেশ জনপ্রিয়। সেই সুবাদে ওপার বাংলায় ‘হুব্বা’ নামে নতুন একটি ছবি করেছেন তিনি। গেল সপ্তাহে এর ট্রেলার প্রকাশিত হয়। সেই ট্রেলারে গ্যাংস্টার চরিত্রে রীতিমত বাজিমাৎ করেছেন ঢাকার ভার্সেটাইল এই অভিনেতা!

    আগামী ১৯ জানুয়ারি ব্রাত্য বসুর ‘হুব্বা’ পশ্চিমবঙ্গে মুক্তি পাবে। পাশাপাশি বাংলাদেশেও ছবিটি মুক্তি দেয়া হবে বলে জানিয়েছে জাজ মাল্টিমিডিয়া।

    প্রযোজনা প্রতিষ্ঠানটি আমদানির মাধ্যমে ‘হুব্বা’ বাংলাদেশে মুক্তি দিচ্ছে। জাজ জানায়, সিনেমায় ‘হুব্বা’ মানে মোশাররফ করিম একজন গ্যাংস্টার থাকে। এর ট্রেইলার দেখে মনে হলো মোশাররফ করিমের এমন একটি সিনেমা বাংলাদেশের দর্শকের দেখার সুযোগ থাকা উচিত।

    সংবাদ বিজ্ঞপ্তিতে জাজ জানায়, “হুব্বা” বাংলাদেশে পরিবেশনার দায়িত্ব নিয়েছে তারা। ‘হুব্বা’ মুক্তি পাবে ১৯ জানুয়ারি। সবাইকে দেখার আমন্ত্রণ।

    এদিকে, প্রকাশিত ট্রেলারে মোশাররফ করিম তার অভিনয় বাচন ভঙ্গি আর সংলাপে একাই মাতিয়ে দিয়েছেন!  চৌকস গ্যাংস্টার হুব্বার নৃশংসতার ছাপ উঠেছে এসে ট্রেলারে! পরিচালক ব্রাত্য জানান, থ্রিলার এবং কমেডির মিশেলে তৈরি করা হয়েছে ‘হুব্বা’।

    নাম ভূমিকায় মোশাররফ করিম ছাড়াও পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে। আরও অভিনয় করেছেন শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ।

    কে এই হুব্বা? জানা যায়, তিনি হুগলির দাউদ ইব্রাহিম নামে পরিচিত ছিলেন। নব্বইয়ের দশকের শেষ দিকে আবির্ভূত হয় হুব্বার। হুগলি জেলার অন্ধকার জগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন তিনি। খুন, অপহরণ, ড্রাগ পাচারের ৩০টি মামলা ছিল তার বিরুদ্ধে, পুলিশের হাতে তিনবার গ্রেপ্তার হয়েও জামিনে ছাড়া পান। ২০০৫ সালে সল্ট লেক থেকে হুব্বার অতিনাটকীয় গ্রেপ্তারির কথা আজও মনে রেখেছে পশ্চিমবঙ্গের মানুষ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ