মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তির বিষয়ে আগ্রহী ঢাকা: প্রেস সচিব কক্সবাজারে সাগরে চবি ছাত্রের মৃত্যু, নিখোঁজ আরও দুই বন্ধু যুক্তরাষ্ট্রের শুল্কের মুখে বাংলাদেশ, সমঝোতার চেষ্টায় ঢাকা নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে: ইউএনএফপিএ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা
  • বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পেলেন কিউবা, কিন্তু এখনও মাঠ দূরে

    বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পেলেন কিউবা, কিন্তু এখনও মাঠ দূরে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পাওয়ার পর আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার কাছ থেকেও আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছেন ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেল। ফলে এখন তার বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচে খেলতে আর কোনও আইনি বা প্রশাসনিক বাধা নেই।

    তবে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে কিউবার খেলার সম্ভাবনা বেশ কম। কারণ সময় স্বল্পতা, ভিসা প্রক্রিয়া ও দলীয় অনুশীলনে অংশ না নেওয়ার কারণে এই ম্যাচে তাকে মাঠে দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি। আগামী ম্যাচগুলোকে সামনে রেখে তাকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে বাংলাদেশ কোচিং স্টাফ।
    ৩ জুন ছিল সিঙ্গাপুরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য চূড়ান্ত স্কোয়াডে খেলোয়াড় নিবন্ধনের শেষ সময়। কিন্তু ফিফার কাছ থেকে অনুমোদন হাতে পেতে দেরি হওয়ায় কিউবা মিচেলের এখনই লাল-সবুজ জার্সিতে মাঠে নামা কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ কোনো ব্যবস্থায় সুযোগ না পাওয়া গেলে, তার অভিষেক পিছিয়ে যেতে পারে অক্টোবরের এশিয়ান কাপ বাছাইপর্বে, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং।

    ইংল্যান্ডে বেড়ে ওঠা কিউবার বাবা জ্যামাইকান হলেও তার মা বাংলাদেশি। মায়ের নাগরিকত্বের সূত্র ধরেই জাতীয় দলে খেলার দরজা খুলেছে এই ইংলিশ প্রবাসী ফুটবলারের জন্য।

    মধ্যমাঠে খেলতে অভ্যস্ত কিউবা মূলত একজন সেন্ট্রাল মিডফিল্ডার। তবে ড্রিবলিং, শর্ট পাসিং এবং দ্রুত আক্রমণে পরিণত করার দক্ষতা রয়েছে তার। দলের প্রয়োজনে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন, যা তাকে বাংলাদেশের মাঝমাঠের জন্য একটি সম্ভাবনাময় বিকল্প করে তুলেছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ