মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • কক্সবাজারে সাগরে চবি ছাত্রের মৃত্যু, নিখোঁজ আরও দুই বন্ধু যুক্তরাষ্ট্রের শুল্কের মুখে বাংলাদেশ, সমঝোতার চেষ্টায় ঢাকা নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে: ইউএনএফপিএ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
  • জর্ডানের মাঠে লড়াকু টাইগ্রিসদের চমক, রোমাঞ্চকর ড্র

    জর্ডানের মাঠে লড়াকু টাইগ্রিসদের চমক, রোমাঞ্চকর ড্র
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত ৩১ মে ফিফা র‌্যাংকিংয়ে ৩৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার বিপক্ষে দুর্দান্ত লড়াই করে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশের নারী ফুটবল দল। আফঈদা খন্দকারদের নেতৃত্বে আত্মবিশ্বাসের সেই গল্প এবার আরও একধাপ ওপরে। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে র‌্যাংকিংয়ে ৫৯ ধাপ এগিয়ে থাকা স্বাগতিক জর্ডানের বিপক্ষেও হার মানেনি লাল-সবুজরা।

    চাপের ম্যাচে দারুণ দৃঢ়তা দেখিয়ে ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে বাংলাদেশ। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এমন লড়াই আবারও প্রমাণ করল, আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের মেয়েরা হার মানার দল নয়—বরং ধাপে ধাপে সামনে এগিয়ে চলেছে আত্মবিশ্বাস আর প্রতিশ্রুতির পথে।

    মঙ্গলবার রাতে জর্ডানের কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে এক নাটকীয় প্রত্যাবর্তনের গল্প লিখেছে বাংলাদেশের নারী ফুটবল দল। দুই অর্ধেই পিছিয়ে পড়েও হাল ছাড়েনি পিটার বাটলারের দল। দৃঢ় মানসিকতা আর লড়াকু পারফরম্যান্সে শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে ম্যাচ থেকে এক পয়েন্ট ছিনিয়ে নেয় সফরকারীরা।

    ম্যাচের মাত্র ৫ মিনিটেই গোল হজম করে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে বিরতির আগে ৪৩ মিনিটে শামসুন্নাহার জুনিয়রের গোলেই সমতায় ফেরে লাল-সবুজ।

    দ্বিতীয়ার্ধে আবারও এগিয়ে যায় স্বাগতিক জর্ডান—৫৮ মিনিটে। কিন্তু ৮২ মিনিটে শাহেদা আক্তার রিপার দুর্দান্ত গোলে আবারও ম্যাচে ফেরে টাইগ্রিসরা। এরপর শেষ পর্যন্ত দৃঢ়ভাবে রক্ষণ সামলে জয়বঞ্চিত রাখে ফিফা র‌্যাংকিংয়ে ৭৪তম অবস্থানে থাকা জর্ডানকে।

    বাংলাদেশ, যারা ফিফা র‌্যাংকিংয়ে ১৩৩তম অবস্থানে রয়েছে, তাদের এমন লড়াকু পারফরম্যান্স অনেকটাই অপ্রত্যাশিত হলেও প্রশংসাযোগ্য।

    বিশেষ করে কোচ পিটার বাটলারের জন্য এটি একটি বড় জয়—পারফরম্যান্সের বাইরে। সফরের আগে পাঁচ অভিজ্ঞ ফুটবলারকে বাদ দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এমন ফল না হলে প্রশ্নের মুখে পড়তে হতো তার সিদ্ধান্ত। তবে এই ড্র যেন তার কৌশলের পক্ষে জোরালো সাফাই হয়ে দাঁড়িয়েছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ