মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • সংকটাপন্ন ফরিদা পারভীন, দেশবাসীর দোয়া চাইলেন স্বামী সংসার সামলে বিসিএসে সাফল্য, ইবি শিক্ষার্থী আরিফার অনন্য অর্জন ঝুঁকিনির্ভর তদারকিতে ব্যাংক খাত, রাজনৈতিক সংস্কারের তাগিদ গভর্নরের সাড়ে ১০ হাজার কোটি টাকা আদায়ে নিলামে উঠল এস আলমের সুগার কারখানা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় শুল্ক হ্রাসের সম্ভাবনা দেখছেন অর্থ উপদেষ্টা খালেদা জিয়ার কণ্ঠ নকল করে কোটি টাকার প্রতারণা? অনুসন্ধানে উঠছে রহস্যজনক তথ্য চেয়ারম্যানের সিদ্ধান্ত স্বৈরাচারী ও অবৈধ: আনিসুল ইসলাম সিরিজ জয়ের লড়াইয়ে বাংলাদেশ, শঙ্কার নাম বৃষ্টি বিগত তিন নির্বাচন বৈধ বলা পর্যবেক্ষকদের সুযোগ দেওয়া হবে না: সিইসি যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তির বিষয়ে আগ্রহী ঢাকা: প্রেস সচিব
  • সৈয়দপুরে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা,দুই মোটরসাইকেল আরোহী নিহত 

    সৈয়দপুরে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা,দুই মোটরসাইকেল আরোহী নিহত 
    ট্রাকের নিচে মোটরসাইকেল আটক ও স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সৈয়দপুর-পার্বতীপুর সড়কে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। 

    সৈয়দপুর শহরের সৈয়দপুর -পার্বতীপুর হাইওয়ে সড়কের জগন্নাথপুর পাম্পের সামনে মঙ্গলবার (২৭ মে ) রাত সাড়ে এগারোটার টার দিকে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। 

    পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল-মামুন বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে।

    নিহত দুজন হলেন- মোঃ রবিউল ইসলাম (২৫) ও সুজিত চন্দ্র দাস (২৪)। মোটরসাইকেলের আরোহী পার্বতীপুর উপজেলার জগন্নাথপুর এলাকার তসলিম উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (২৫) ও রাজনগর এলাকার সুশান্ত দাসের ছেলে সুজিত চন্দ্র দাস (২৪)। তারা দুজন উত্তরা ইপিজেডের সি ওয়াই মোল্ডিং (বিডি) কোম্পানি লিমিটেডে টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন। কর্মস্থল থেকে তারা বাড়ি ফিরছিলেন।

    সুজিত ও রবিউল মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। সৈয়দপুর-পার্বতীপুর সড়কের জাকেরগঞ্জ ও বান্নিরঘাট এলাকার মাঝামাঝি স্থানে গতকাল রাত সাড়ে ৯ টার দিকে মোটরসাইকেলে বালু বোঝাই ট্রাক ধাক্কা দেয়। ঘটনাস্থলে দুজন নিহত হন। এ সময় বিক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ করে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

    পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল-মামুন বলেন, ট্রাকের নিচে মোটরসাইকেল আটক ছিল। স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও তার সহকারীকে ধরতে অভিযান চলছে।


    নাজমুল হুদা,প্রতিনিধি,নীলফামারী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন