সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • প্রেমাদাসায় টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, ওয়ানডে অভিষেক দু’জনের

    প্রেমাদাসায় টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, ওয়ানডে অভিষেক দু’জনের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটে পূর্ণকালীন অধিনায়ক হিসেবে এটিই মেহেদী হাসান মিরাজের প্রথম সিরিজ। তবে শুরুটা খুব একটা সুখকর হয়নি তার জন্য—প্রথম ওয়ানডেতে টস জিততে পারেনি বাংলাদেশ।

    প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালঙ্কা। যদিও এই মাঠ স্পিনারদের কিছুটা সাহায্য করে, তবে আসালঙ্কা আগেই জানিয়েছেন—উইকেট মূলত ব্যাটিং সহায়ক।

    বাংলাদেশের জন্য ম্যাচটি এক নতুন অধ্যায়ের সূচনা। ২০ বছর ও ৩৩১ ওয়ানডে পর প্রথমবার মাঠে নামল পাঁচ সিনিয়র—সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ ও মাশরাফি বিন মুর্তজাকে ছাড়াই। তরুণদের ভরসায় গড়া এই দলে অভিষেক হয়েছে দুই ক্রিকেটারের—উইকেটকিপার-ব্যাটার পারভেজ হোসেন ইমন ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের।

    টি-টোয়েন্টি অভিজ্ঞতায় পারভেজ এর আগে ১২ ম্যাচে ২০০ রান করেছেন, স্ট্রাইক রেট ১৪০-এর ওপরে। অন্যদিকে, তানভীর খেলেছেন ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ, নিয়েছেন ৪ উইকেট।

    বাংলাদেশ একাদশে তিন পেসার খেলানো হয়েছে—তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। স্পিন বিভাগে আছেন মিরাজ ও তানভীর।

    শ্রীলঙ্কাও নামিয়েছে শক্তিশালী একাদশ। অভিষেক হয়েছে পেস অলরাউন্ডার মিলান রত্নায়েকের।

    বাংলাদেশ একাদশ:
    তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।

    শ্রীলঙ্কা একাদশ:
    নিশান মাদুস্কা, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, ইশান মালিঙ্গা, আসিতা ফার্নান্ডো।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ