সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • সাদা পোশাকে ব্যর্থতা, রঙিন পোশাকে প্রত্যাবর্তনের আশা

    সাদা পোশাকে ব্যর্থতা, রঙিন পোশাকে প্রত্যাবর্তনের আশা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কলম্বো টেস্টে পরাজয়ের মধ্য দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ। সাদা পোশাকে এমন হতাশাজনক পারফরম্যান্সের পর এবার নতুন উদ্যমে সীমিত ওভারের ক্রিকেটে ফেরার আশায় টাইগাররা।

    ওয়ানডে সিরিজ দিয়ে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ দল। লঙ্কান মাটিতে এই সিরিজ দিয়ে এক নতুন শুরু করতে চায় তারা। আর সেই নতুন শুরুর অংশ হিসেবেই অধিনায়কত্বে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    ওয়ানডে দলে নেতৃত্বের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে। তার পরিবর্তে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। শ্রীলঙ্কা সফরের এই ওয়ানডে সিরিজ দিয়েই আনুষ্ঠানিকভাবে অধিনায়ক হিসেবে অভিষেক হবে মিরাজের।

    দলের ভেতর থেকে অনেকেই মিরাজের নেতৃত্বগুণের প্রশংসা করেছেন আগেও। এবার আন্তর্জাতিক মঞ্চে সেটার পরীক্ষা দিতে হবে তাকে। সিরিজ জয়ই শুধু লক্ষ্য নয়, বরং দলের হারানো আত্মবিশ্বাসও ফেরানো মিরাজের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

    টেস্ট সিরিজের হতাশা ভুলে এবার ওয়ানডে ফরম্যাটে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হয়েছে টাইগারদের প্রস্তুতি। শুরু থেকেই অনুশীলনে দেখা গেছে নতুন উদ্যম ও মনোযোগ।

    গতকাল দলের কঠোর অনুশীলনে সবচেয়ে বেশি নজর কেড়েছেন পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানা। পেস বোলিং কোচ শন টেইট নিবিড়ভাবে কাজ করেছেন বিশেষ করে নাহিদের লাইন ও লেন্থ নিয়ে। টেস্টে খুব একটা ভালো করতে না পারলেও ওয়ানডেতে এই তরুণ পেসারের কাছ থেকে বড় কিছু আশা করছেন কোচিং স্টাফ।

    Bangladesh Cricket Board announces central contracts list for 2024-25; Taskin  Ahmed moves to A+ category | Cricket Times

    প্রধান কোচ ফিল সিমন্সও প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চাইছেন না। তিনি খেলোয়াড়দের সঙ্গে নিয়মিত কথা বলছেন, তাদের আত্মবিশ্বাস ফেরাতে কাজ করছেন মানসিক দিকগুলো নিয়েও। কোচের মতে, টেস্টের ব্যর্থতা ভুলে নতুন ফরম্যাটে মানসিকভাবে চাঙা থাকাই এখন বড় চ্যালেঞ্জ।

    এদিকে প্রায় দুই বছর পর কলম্বোতে ফিরেছেন ব্যাটার শামীম হোসেন। এই মাঠেই ভারতের বিপক্ষে খেলেছিলেন নিজের শেষ ওয়ানডে, যেখানে ব্যর্থতা ছিল সঙ্গী। তবে এবার ঘুরে দাঁড়াতে দৃঢ় প্রতিজ্ঞ তিনি। নেট অনুশীলনে তার ব্যাটিংয়ে দেখা গেছে শট নির্বাচনে সতর্কতা, স্ট্রাইক রোটেশনে মনোযোগ এবং ঝুঁকি এড়িয়ে খেলার চেষ্টা।

    প্রস্তুতির মাঝে একটি ছোট্ট ঘটনা খানিকটা অস্বস্তি তৈরি করেছিল। মূল মাঠে প্রবেশের সময় কয়েকজন টাইগার সদস্যকে বাধা দেয় মাঠকর্মীরা, তাদের ধারণা ছিল—মিরাজরা উইকেট দেখতে এসেছেন, অনুশীলনের জন্য নয়। পরে অবশ্য বিষয়টি মিটমাট হলে মাঠকর্মীরাই সহযোগিতা করেন অনুশীলনে।

    সব মিলিয়ে সাদা পোশাকে হতাশাজনক সফরের পর ওয়ানডে ফরম্যাটে নিজেদের প্রিয় ছন্দে ফিরতে মরিয়া বাংলাদেশ দল। নতুন অধিনায়ক, নতুন মানসিকতা এবং নতুন লক্ষ্য নিয়ে এবার লঙ্কান মাটিতে রাঙাতে চায় মিরাজবাহিনী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ