সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • “মেসি হারেনি, হেরেছে তার দল”—ইব্রাহিমোভিচের পাল্টা জবাব

    “মেসি হারেনি, হেরেছে তার দল”—ইব্রাহিমোভিচের পাল্টা জবাব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি হয় লিওনেল মেসির দল ইন্টার মায়ামি। কিন্তু সেই ম্যাচ যেন রূপ নেয় দুঃস্বপ্নে। শুরু থেকেই খেলায় নিয়ন্ত্রণ নেয় পিএসজি, এবং একের পর এক আক্রমণে চাপে ফেলে দেয় যুক্তরাষ্ট্রের দলটিকে। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় ব্যবধানে হেরে বিদায় নিতে হয় মেসিদের।

    মেসি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছিলেন ম্যাচে দলকে টেনে তুলতে। কিছু দৃষ্টিনন্দন পাস ও ড্রিবল থাকলেও দলের সামগ্রিক দুর্বলতা স্পষ্ট হয়ে পড়ে। রক্ষণভাগের ব্যর্থতা ও মাঝমাঠের ছন্নছাড়া পারফরম্যান্স পুরো ম্যাচে ইন্টার মায়ামিকে কোণঠাসা করে ফেলে।

    ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিকে ঘিরে শুরু হয় নানা ট্রল ও সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, মেসি কি তার সেরা সময় পার করে ফেলেছেন? কেউ কেউ আবার এটিকে ‘শেষের শুরু’ বলেও মন্তব্য করেন।

    তবে ভিন্নমত পোষণ করেছেন সাবেক বার্সেলোনা সতীর্থ ও সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ। তার মতে, “মেসি এখনো একজন ম্যাচচেঞ্জার। একটি ম্যাচ বা একটি দলের ব্যর্থতা দিয়ে তার সামগ্রিক ক্যারিয়ার বা সামর্থ্যকে মাপা ঠিক নয়।”

    এই হার ইন্টার মায়ামির জন্য একটি বড় ধাক্কা হলেও ফুটবলবিশ্ব জানে—মেসি আবারও ফিরতে জানেন, আর সেটাই তাকে ‘গ্রেট’ করে তোলে।

    ক্লাব বিশ্বকাপে পিএসজির বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় লিওনেল মেসির ইন্টার মায়ামি। ম্যাচের পরপরই ফুটবল অঙ্গনে শুরু হয় সমালোচনার ঝড়। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হন আর্জেন্টাইন মহাতারকা। অনেকেই বলতে থাকেন, মেসি নাকি তার সোনালি সময় পেছনে ফেলে এসেছেন।

    তবে মেসির সাবেক বার্সেলোনা সতীর্থ ও সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ এর সঙ্গে একমত নন। ফ্রেঞ্চ গণমাধ্যম ‘ফুট মেরকাটো’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়ে দেন তার স্পষ্ট অবস্থান।

    জ্লাতান বলেন, “মেসির এই হার কোনোভাবেই তার ব্যর্থতা নয়। এটা মেসির নয়, ইন্টার মায়ামির হার। তোমরা ওদের দলটা দেখেছ? মনে হয় যেন পাথরের মূর্তির সঙ্গে খেলছে সে। মেসি যদি কোনো বড় ক্লাবে খেলত—পিএসজি, ম্যানচেস্টার বা এমন কোনো দলে—তাহলে আজও সে আগুন ছড়াত।”

    তিনি আরও যোগ করেন, “মেসি খেলে তার খেলার প্রতি ভালোবাসা থেকে। এখনো সে এমন কিছু করতে পারে, যা ৯৯ শতাংশ ফুটবলার পারে না। কিন্তু তাকে ঘিরে যেসব খেলোয়াড়, তারা যেন পিঠে সিমেন্টের বস্তা নিয়ে দৌড়ায়। ওই দলে নেই কোনো রিয়েল কোচিং, নেই সঠিক পরিকল্পনা, আর নেই বুদ্ধিদীপ্ত খেলোয়াড়।”

    সমালোচকদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে জ্লাতান বলেন, “তোমরা মেসিকে দোষ দিচ্ছ? যখন সে খেলে রোনালদো, হালান্ড, এমবাপে বা আমার মতো খেলোয়াড়দের পাশে, তখন কথা বলো! এখন নয়!”

    সাক্ষাৎকারের একদম শেষে তিনি আরও স্পষ্ট করে বলেন, “তাকে যদি একটি আসল দল দাও, দেখবে সে আবারও আলো ছড়াবে মাঠে। কারণ মেসি এখনো সেই মেসিই। আজকের এই হার শুধু ইন্টার মায়ামির নয়, বরং ফুটবলকেই হার মানিয়েছে।”
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ