সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • রিভার প্লেটকে বিদায় দিয়ে নকআউটে উঠলো ইন্টার মিলান

    রিভার প্লেটকে বিদায় দিয়ে নকআউটে উঠলো ইন্টার মিলান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ক্লাব বিশ্বকাপে ভালো শুরু করেও শেষ হাসি হাসতে পারলো না আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেট। ‘ই’ গ্রুপে প্রথম দুই ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করে শেষ ষোলোয়ের দৌড়ে বেশ ভালো অবস্থানে ছিল দলটি।

    কিন্তু ভাগ্য বদলে দিল শেষ ম্যাচের হার। শক্তিশালী প্রতিপক্ষ ইন্টার মিলানের বিপক্ষে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে যায় লাতিন আমেরিকান জায়ান্টরা।

    দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচটি নিজেদের করে নেয় ইতালিয়ান ক্লাব ইন্টার, যাদের হয়ে জয়ের নায়ক ছিলেন লাউতারো মার্টিনেজ। এই জয়ে নিশ্চিত হয়েছে ইন্টার মিলানের রাউন্ড অব সিক্সটিনে জায়গা।

    রিভার প্লেটের জন্য ম্যাচটি ছিল বাঁচা-মরার লড়াই। ড্র করলেও সম্ভাবনা টিকে থাকতো, কিন্তু গোলের মুখে ধারহীনতা ও রক্ষণভাগের ভুলে মূল্য চুকাতে হয় পুরো টুর্নামেন্ট থেকেই বিদায় নিয়ে।

    ক্লাব বিশ্বকাপে রুদ্ধশ্বাস এক ম্যাচে লড়াই জমেছিল আর্জেন্টিনার রিভার প্লেট ও ইতালির ইন্টার মিলানের মধ্যে। বৃহস্পতিবার ভোরে ওয়াশিংটনের লুমেন ফিল্ডে আয়োজিত এই ম্যাচে দেখা যায় আক্রমণ-পাল্টা আক্রমণ, উত্তেজনা আর নাটকীয়তার মিশেল।

    পুরো ম্যাচ জুড়েই দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। রেফারিকে ম্যাচে ৮টি হলুদ কার্ডের পাশাপাশি দেখাতে হয় দুটি লাল কার্ড—রিভার প্লেটের গঞ্জালো মন্টিয়েল ও লুকাস মার্টিনেজ কুয়ার্তাকে মাঠ ছাড়তে হয় আগেই।

    প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। তবে ম্যাচের ৭২ মিনিটে স্কোরলাইনে পরিবর্তন আনেন ইন্টার মিলানের ১৯ বছর বয়সী তরুণ তারকা পিও এসপোসিতো। এরপর দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে ম্যাচের নিয়ন্ত্রণ আরও পোক্ত করেন ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি, যার গোলে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে ইন্টার।

    এই হারে ক্লাব বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে আর্জেন্টিনার দুটি ক্লাবই। বোকা জুনিয়র্স আগেই বিদায় নিয়েছিল, এবার সেই তালিকায় যোগ হলো রিভার প্লেট।

    ইন্টার মিলান গ্রুপ ‘ই’ তে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে। তাদের সঙ্গে দ্বিতীয় দল হিসেবে নকআউটে উঠেছে সার্জিও রামোসের ক্লাব মন্টেরি, যারা ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ। অন্যদিকে, রিভার প্লেট ১ জয়, ১ ড্র ও ১ হার নিয়ে ৪ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ