সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • "গ্র্যান্ড স্লাম জিতে শুধু ট্রফি নয়, ডলারেও বাজিমাত!"

    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে থাকা খেলাগুলোর মধ্যে টেনিস অন্যতম। তবে শুধু জনপ্রিয়তায় নয়, আয়-উপার্জনের ক্ষেত্রেও এই খেলাটি এখন দারুণভাবে এগিয়ে। গ্র্যান্ড স্লামসহ নানা আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়ে বিপুল অর্থ আয় করেন তারকা খেলোয়াড়রা।

    নোভাক জোকোভিচ, রাফায়েল নাদাল, ইগা শিয়োনটেক কিংবা আরিনা সাবালেঙ্কার মতো তারকারা প্রতিটি টুর্নামেন্ট জয়ের পর মোটা অঙ্কের প্রাইজমানি পান, যা আয় হিসেবে উঠে আসে শীর্ষ তালিকায়। প্রতি বছর গ্র্যান্ড স্লামসহ অন্যান্য বড় টুর্নামেন্ট শুরুর আগেই জানিয়ে দেওয়া হয় প্রাইজমানির পরিমাণ।

    সেই অনুযায়ী ফাইনালের পর বিজয়ী ও রানার্স-আপ খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় মিলিয়ন ডলারের চেক। শুধু একক নয়, দ্বৈত ও মিক্সড ডাবলসেও থাকে উল্লেখযোগ্য অঙ্কের পুরস্কার।

    বিশ্বজুড়ে ব্র্যান্ড স্পনসর, সম্প্রচার স্বত্ব আর টিকিট বিক্রি মিলিয়ে টেনিস টুর্নামেন্টগুলো এখন হয়ে উঠেছে ক্রীড়া জগতের অন্যতম লাভজনক আয়োজনে।

    বিশ্ব টেনিসে তারকাখ্যাতির সঙ্গে সঙ্গে চলে আসে বিপুল অর্থও। তবে প্রশ্ন থাকে—কে টেনিস থেকে সবচেয়ে বেশি প্রাইজমানি আয় করেছেন? অনেকেই ভাবেন রজার ফেদেরার কিংবা সেরেনা উইলিয়ামসই হয়তো শীর্ষে। কিন্তু প্রকৃত চিত্রটা একটু ভিন্ন।

    প্রথমে পরিষ্কার করা যাক—প্রাইজমানি বলতে বোঝায় কেবল টুর্নামেন্ট খেলে বা জিতে পাওয়া অর্থ। অন্যদিকে, মোট আয় এর সঙ্গে যুক্ত হয় স্পনসরশিপ, ব্র্যান্ড এনডোর্সমেন্ট, বিজ্ঞাপন, ও অন্যান্য বাণিজ্যিক উৎস থেকে অর্জিত অর্থ। এ ক্ষেত্রে প্রাইজমানি কেবল একটি অংশ।

    পুরুষদের মধ্যে শীর্ষে নোভাক জোকোভিচ
    পুরুষদের পেশাদার টেনিস সংস্থা এটিপির (ATP) হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি প্রাইজমানি আয় করেছেন সার্বিয়ান কিংবদন্তি নোভাক জোকোভিচ।
    ২৪টি গ্র্যান্ড স্লামজয়ী এই মহাতারকা ক্যারিয়ারে প্রাইজমানি হিসেবে আয় করেছেন ১৮ কোটি ৭৮ লাখ ৭০ হাজার ৯৮৬ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২,২৯৬ কোটি টাকা।

    তার পরে আছেন স্পেনের আরেক গ্র্যান্ড স্লাম জয়ী, রাফায়েল নাদাল।
    ২২টি গ্র্যান্ড স্লামজয়ী নাদালের প্রাইজমানি আয় ১৩ কোটি ৪৯ লাখ ডলার—বাংলাদেশি টাকায় প্রায় ১,৬৪৯ কোটি।

    তালিকার তৃতীয় স্থানে রয়েছেন সুইস কিংবদন্তি রজার ফেদেরার, যিনি ২০টি গ্র্যান্ড স্লাম জিতেছেন।
    তিনি প্রাইজমানি হিসেবে আয় করেছেন ১৩ কোটি ৫ লাখ ডলার, যার বাংলাদেশি মূল্যমান প্রায় ১,৫৯৬ কোটি টাকা।

    মেয়েদের টেনিসে এগিয়ে সেরেনা উইলিয়ামস
    নারী টেনিস খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি প্রাইজমানি পেয়েছেন সেরেনা উইলিয়ামস।
    ২৩ গ্র্যান্ড স্লামজয়ী মার্কিন এই তারকার প্রাইজমানি আয় ৯ কোটি ৪৮ লাখ ডলার, অর্থাৎ প্রায় ১,১৫৯ কোটি টাকা।

    তাঁর পরেই আছেন বড় বোন ভেনাস উইলিয়ামস।
    ৭ গ্র্যান্ড স্লামজয়ী ভেনাস প্রাইজমানি হিসেবে আয় করেছেন ৪ কোটি ২৬ লাখ ডলার—বাংলাদেশি টাকায় প্রায় ৫২১ কোটি।

    তৃতীয় স্থানে রয়েছেন রোমানিয়ার সাবেক বিশ্ব এক নম্বর সিমোনা হালেপ।
    তিনি পেয়েছেন ৪ কোটি ২ লাখ ডলার, যার বাংলাদেশি মূল্যমান প্রায় ৪৯২ কোটি টাকা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ