সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • কলম্বোতে বৃষ্টির শঙ্কা, মাঠ ছাড়লেন খেলোয়াড়রা

    কলম্বোতে বৃষ্টির শঙ্কা, মাঠ ছাড়লেন খেলোয়াড়রা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লাঞ্চের পরপরই ধাক্কা খায় বাংলাদেশ। দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা। সেই চাপ সামাল দিতে ক্রিজে আসেন লিটন দাস ও মুশফিকুর রহিম। তবে মাত্র ১৪ রানের জুটি গড়তেই বাধা হয়ে দাঁড়ায় প্রকৃতি।

    কলম্বোর আকাশে তখন ঘন কালো মেঘ, আবহাওয়ার হঠাৎ রূপ বদলে মাঠে নামে বৃষ্টি সম্ভাবনার ছায়া। খেলা বন্ধ হয়ে যায়, মাঠকর্মীরা তৎপর হয়ে কভার টেনে আনেন। দুই দলের খেলোয়াড়রাও ফিরে যান ড্রেসিংরুমে।

    টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরুটা প্রত্যাশিত হয়নি টাইগারদের। ম্যাচের প্রথম দিন লাঞ্চের আগেই উইকেট হারানোর মিছিলে পড়ে সফরকারীরা। বৃষ্টির কারণে খেলা স্থগিত হওয়ার আগপর্যন্ত বাংলাদেশ সংগ্রহ করেছে ৩৩.২ ওভারে ৪ উইকেটে ৯০ রান। উইকেটে আছেন মুশফিকুর রহিম (৭*) ও লিটন দাস (৮*)।

    শুরুতেই ধাক্কা: বিজয়ের হতাশাজনক ফর্ম
    ম্যাচের শুরুতেই ব্যর্থ হয়েছেন ওপেনার এনামুল হক বিজয়। শুরুর ওভারে দুইবার জীবন পেয়েও ইনিংস লম্বা করতে পারেননি তিনি। দশ বল খেলে ইনসাইড এজ হয়ে বোল্ড হন আসিথা ফার্নান্ডোর বলে। সিরিজে এটি ছিল তার দ্বিতীয় ‘ডাক’।

    লড়াইয়ে সাদমান-মুমিনুল, কিন্তু ক্ষণস্থায়ী
    বিজয়ের বিদায়ের পর মুমিনুল হক ও সাদমান ইসলাম কিছুটা স্থিতি আনেন। দুজন মিলে গড়েন ৩৮ রানের জুটি। তবে ধনঞ্জয়া ডি সিলভার ঘূর্ণিতে ভাঙে সেই জুটি—২১ রানে মুমিনুল বিদায় নেন বদলি ফিল্ডার পবন রত্নায়েকের হাতে ক্যাচ দিয়ে। এরপর সাদমান ও শান্ত নতুন জুটি গড়ার চেষ্টা করলেও সাফল্য ধরা দেয়নি।

    লাঞ্চের পর আরও বিপর্যয়
    লাঞ্চে যাওয়ার সময় স্কোরবোর্ডে বাংলাদেশের রান ছিল ৭১/২। কিন্তু বিরতির পরপরই ছন্দপতন ঘটে। দ্বিতীয় সেশনের শুরুর ওভারেই শান্ত কুশল মেন্ডিসের হাতে ক্যাচ তুলে দেন মাত্র ৮ রানে। এর পরের ওভারে থারিন্দু রত্নায়েকের বলে ৯৩ বলে ৭ চারসহ ৪৬ রান করা সাদমানও ফিরেন। একসময় ৭৬ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।

    বৃষ্টির বাধায় খেলা স্থগিত
    লিটন ও মুশফিক নতুন জুটি গড়ে কিছুটা স্থিতি আনলেও আবহাওয়া হয়ে দাঁড়ায় বাধা। কলম্বোর আকাশে ঘন মেঘে ছায়া ফেলতেই মাঠকর্মীরা কভার টেনে আনেন। বিরূপ আবহাওয়ার কারণে ৩৩.২ ওভারের পর খেলা বন্ধ ঘোষণা করা হয়।

    একাদশে পরিবর্তন, মিরাজ ফিরেছেন
    বাংলাদেশ একাদশে এসেছে দুটি পরিবর্তন। জাকের আলীর জায়গায় দলে ফিরেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ইনজুরির কারণে ছিটকে যাওয়া পেসার হাসান মাহমুদের পরিবর্তে দলে এসেছেন এবাদত হোসেন। শ্রীলঙ্কার হয়ে অভিষেক হচ্ছে অলরাউন্ডার সোনাল দিনুশার।

    কলম্বোতে বাংলাদেশের পুরোনো স্মৃতি
    সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে দীর্ঘ ১৮ বছর পর খেলছে বাংলাদেশ। এই মাঠেই ২০০১, ২০০২ ও ২০০৭ সালে টেস্ট খেলেছিল টাইগাররা। এখানেই মোহাম্মদ আশরাফুল করেছিলেন টেস্ট ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরি। তবে দলের হিসেবে এই মাঠ খুব একটা শুভকর নয়—তিন ম্যাচের দুটি শেষ হয়েছে ইনিংস ব্যবধানে পরাজয়ে।

    তবে গল টেস্টে শক্ত লড়াই করে ড্র করার পর শান্তর দল কলম্বোতে জয় খুঁজে ফেরার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ