সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • পাঁচ সেঞ্চুরি, তবুও হেডিংলিতে ভারতের ভরাডুবি

    পাঁচ সেঞ্চুরি, তবুও হেডিংলিতে ভারতের ভরাডুবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হেডিংলি টেস্টে ব্যাট হাতে দাপট দেখিয়েছিল ভারত। ম্যাচে পাঁচটি সেঞ্চুরি এসেছিল তাদের ব্যাটারদের কাছ থেকে। তবে সেই রানের পাহাড় টপকে রেকর্ড রান তাড়া করে জবাব দিয়েছে ইংল্যান্ড। দুই ইনিংসে মাত্র দুইটি সেঞ্চুরি—একজন আবার থেমেছেন ৯৯ রানে—তবু শেষ হাসি হেসেছে স্বাগতিকরাই।

    অসাধারণ আত্মবিশ্বাস ও আগ্রাসী ব্যাটিংয়ে ৫ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড, হেডিংলিতে গড়েছে রেকর্ড। ভারতের বোলাররা ব্যর্থ ছিলেন চাপ তৈরি করতে, আর ইংলিশ ব্যাটাররা নিজেদের ইতিবাচক মনোভাবেই জয়ের রাস্তা খুঁজে নিয়েছেন।

    এই জয় শুধু একটি ম্যাচ জেতা নয়—ভারতের জন্য তা যেন লজ্জার এক স্মারক। বড় স্কোর করেও ম্যাচ হাতছাড়া করা, পাঁচ সেঞ্চুরির পরও হার—হেডিংলির ইতিহাসে ভারতকে মনে রাখবে এক হতভাগ্য দল হিসেবে।
    লিডসে অনুষ্ঠিত হেডিংলি টেস্টে ব্যাট হাতে একের পর এক সেঞ্চুরি করেও শেষ পর্যন্ত পরাজিত হয়েছে ভারত। এমনকি তারা রেকর্ড বইয়েও জায়গা করে নিয়েছে—এক টেস্টে পাঁচ সেঞ্চুরি করেও হারা প্রথম দল হিসেবে।

    প্রথম ইনিংসে ভারত তুলেছিল ৪৭১ রান। দুর্দান্ত ব্যাটিংয়ে যশস্বী জয়সোয়াল (১০১), শুভমান গিল (১৪৭) ও ঋষভ পান্ত (১৩৪) করেন তিনটি সেঞ্চুরি। তবে তিন ব্যাটার ছাড়া তেমন কেউ বড় স্কোর করতে পারেননি। কেবল কেএল রাহুলের ৪২ রানের ইনিংস কিছুটা লড়াই এনে দেয়। বাকিরা ২০ রানের ঘরেই থেমে যান।

    জবাবে ইংল্যান্ড তুলে ফেলে ৪৬৫ রান। মাত্র ৬ রানের লিড পায় ভারত। ইংল্যান্ডের হয়ে অলি পোপ (১০৫) ও হ্যারি ব্রুক (৯৯) দুর্দান্ত ব্যাটিং করেন। সঙ্গে সহায়ক ইনিংস ছিল বেন ডাকেটের ৬২, জেমি স্মিথের ৪০ এবং ক্রিস ওকসের ৩৮ রানের।

    দ্বিতীয় ইনিংসেও ব্যাটিংয়ের চিত্র একইরকম ছিল ভারতের। রাহুল খেলেন ১৩৭ রানের দারুণ ইনিংস, পান্তও ব্যাটে ঝড় তোলেন ১১৮ রান করে। কিন্তু তৃতীয় সর্বোচ্চ স্কোর ছিল সাই সুদর্শনের ২৫। ৩৬৪ রানে থামে ভারতের ইনিংস।

    ইংল্যান্ডকে ৩৭০ রানের লক্ষ্য দেয় ভারত। হেডিংলির ইতিহাস মাথায় রেখেই হয়তো ইংল্যান্ড শুরু থেকেই চাপমুক্ত ব্যাটিং করে। ওপেনিং জুটিতে জ্যাক ক্রলি (৬৫) ও অলি পোপ গড়েন ১৮৮ রানের পার্টনারশিপ, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। পোপ থামেন ১৪৯ রানে। এরপর রুট (৫৩*), জেমি স্মিথ (৪৪) ও স্টোকস (৩৩) ইংল্যান্ডকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন।

    এই জয় ইংল্যান্ডের হেডিংলিতে তৃতীয়বারের মতো ৩৫০+ রান তাড়া করে জয়। আর ৩৭১ রানের লক্ষ্য তাড়া করে জয় ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।

    ভারতের জন্য এটি আরও বড় হতাশার কারণ—এটাই তাদের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানের লিড নিয়েও হারা ম্যাচ। সেই সঙ্গে টেস্ট ক্রিকেটে এটি চতুর্থ সর্বাধিক রানের সংগ্রহ (৮৩৫) নিয়ে হারের রেকর্ডও।

    এর আগে কেবল অস্ট্রেলিয়া একবার (১৯২৮-২৯ মেলবোর্নে) চার সেঞ্চুরি করেও হেরেছিল, ইংল্যান্ডের বিপক্ষে। প্রায় এক শতাব্দী পর ভারতের এই পরাজয় সেই পরিসংখ্যানে যুক্ত হলো আরও এক লজ্জার স্মারক হয়ে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ