সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • "দু’বার বাঁচলেন, কিন্তু রানে ফিরতে পারলেন না বিজয়"

    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শ্রীলঙ্কা সফরটা যেন দুঃস্বপ্নে পরিণত হচ্ছে এনামুল হক বিজয়ের জন্য। গল টেস্টের দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে হতাশ করলেন এই ডানহাতি ওপেনার। রানের খাতা খুলতে না-পেরে ১০ বল খেলে বোল্ড হয়ে ফিরেছেন শূন্য রানে, বোলার ছিলেন আসিথা ফার্নান্ডো।


    কলম্বো টেস্টের দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে হতাশ করেছেন এই ওপেনার। শূন্য রানে ফিরে যাওয়ার আগে পেয়েছিলেন টানা দুইবার জীবন, তবুও সেটাকে কাজে লাগাতে পারেননি।

    ম্যাচের তৃতীয় ওভারে আসিথা ফার্নান্ডোর প্রথম বলেই স্লিপে সহজ ক্যাচ তুলে দিয়েছিলেন এনামুল। কিন্তু উইকেটকিপার কুশল মেন্ডিস ক্যাচটি মিস করায় প্রথমবার রক্ষা পান। পরের বলেও স্লিপে ওঠে ক্যাচ, তবে এবার বল নিচু হয়ে যাওয়ায় ক্যাচের দাবি নাকচ হয়ে যায় — দ্বিতীয়বারের মতো বেঁচে যান বিজয়।

    তবে এর পরের ওভারে আর রক্ষা হয়নি। অফ স্টাম্পের বাইরের বল পাঞ্চ করতে গিয়ে ব্যাটের ভেতরের কানায় লেগে স্টাম্পে টেনে আনেন তিনি। ফল—বোল্ড হয়ে ফেরত।

    এর আগেও গল টেস্টে দুই ইনিংসে ব্যর্থ ছিলেন এনামুল। প্রথম ইনিংসে শূন্য আর দ্বিতীয় ইনিংসে ফিরেছিলেন মাত্র ৪ রানে। কলম্বোতে এসে সেই ব্যর্থতার ধারাবাহিকতাই যেন টেনে নিলেন।

    সিরিজে এখন পর্যন্ত তিন ইনিংসে খেলেছেন মোট ৪০ বল, তাতে তার সংগ্রহ মাত্র ৪ রান।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ