সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • শেষ ষোলো নিশ্চিত, গ্রুপে দ্বিতীয় চেলসি

    শেষ ষোলো নিশ্চিত, গ্রুপে দ্বিতীয় চেলসি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফিফা ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে চেলসি। তিউনিসিয়ার ক্লাব এস্পেরাঁস তিউনিসকে ৩-০ ব্যবধানে হারিয়ে ‘ডি’ গ্রুপের রানার্স আপ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ইংলিশ জায়ান্টরা।

    বাংলাদেশ সময় বুধবার (২৫ জুন) সকালে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে অতিরিক্ত সময় পর্যন্ত। এঞ্জো ফার্নান্দেজের নিখুঁত ফ্রি কিক থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন ডিফেন্ডার তোসিন আদারাবিওয়ো।

    প্রথম গোলের উল্লাস থামার আগেই দ্বিতীয়বার জালে বল পাঠায় চেলসি। এবারও গোলের নেপথ্যে ফার্নান্দেজ। তার পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন তরুণ ফরোয়ার্ড লিয়াম ডেলাপ, যা তার চেলসির হয়ে প্রথম গোল।

    দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে ম্যাচের ব্যবধান ৩-০ করেন ব্লুজ খেলোয়াড়রা (আপনি চাইলে নির্দিষ্ট গোলদাতা ও সময় যুক্ত করতে পারেন)। জয়ের মাধ্যমে গ্রুপ পর্বে দ্বিতীয় হয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে পচেত্তিনোর শিষ্যরা।

    দ্বিতীয়ার্ধেও দারুণ ছন্দে খেলেছে চেলসি। বল দখল এবং আক্রমণে আধিপত্য ধরে রেখে ম্যাচের একদম শেষ মুহূর্তে এসে আরও একটি গোল যোগ করে ব্লুজরা। ইনজুরি টাইমের সপ্তম মিনিটে গোল করে স্কোরলাইন ৩-০ করেন টাইরিক জর্জ। বড় জয়ে আত্মবিশ্বাস নিয়ে মাঠ ছাড়ে এঞ্জো ফার্নান্দেজের দল।

    তবে এই জয়ের পরও গ্রুপের শীর্ষে উঠতে পারেনি চেলসি। একই সময়ে ‘ডি’ গ্রুপের আরেক ম্যাচে লস অ্যাঞ্জেলেস এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ফ্লামেঙ্গো, যা তাদেরকে টেবিলের শীর্ষস্থান এনে দিয়েছে।

    গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ষোলোতে চেলসির প্রতিপক্ষ হচ্ছে পর্তুগিজ ক্লাব বেনফিকা। অন্যদিকে, গ্রুপ চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গোর সামনে বড় চ্যালেঞ্জ – ইউরোপিয়ান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ