সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • মিয়ামির জয় মিস, নকআউটে অপেক্ষায় সাবেক ক্লাব পিএসজি

    মিয়ামির জয় মিস, নকআউটে অপেক্ষায় সাবেক ক্লাব পিএসজি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নিশ্চিত লক্ষ্য অর্জনের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল দুই দল — ইন্টার মিয়ামি ও পালমেইরাস। ইন্টার মিয়ামির জন্য ম্যাচটি ছিল বাঁচা-মরার, কারণ শুধুমাত্র জয়ই তাদের গ্রুপ পর্ব পার করার আশা বাঁচিয়ে রাখতে পারত। বিপরীতে, পালমেইরাস ছিল তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে — একটি ড্রই তাদের গ্রুপ সেরা করে তুলতে যথেষ্ট ছিল। দু’দলের ভিন্ন সমীকরণে মাঠে নামে, তবে উদ্দেশ্য ছিল একটাই — পরের রাউন্ডে পৌঁছানো।

    গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ইন্টার মিয়ামির মুখোমুখি হয় ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস। সমীকরণ ছিল স্পষ্ট—মিয়ামির জন্য জয় ছিল বাধ্যতামূলক, অন্যদিকে পালমেইরাসের জন্য একটি ড্রই যথেষ্ট ছিল শীর্ষে থাকার জন্য। শেষ পর্যন্ত দুই দল ২-২ গোলে ড্র করায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় পালমেইরাস। শেষ সময়ে গোল হজম করে জয় থেকে বঞ্চিত হয় মেসির ইন্টার মিয়ামি।

    গ্রুপপর্বে দুই দলেরই সংগ্রহ ৫ পয়েন্ট, তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়নের তকমা পায় পালমেইরাস। ফলে ইন্টার মিয়ামিকে রানার্স আপ হিসেবেই পরের রাউন্ডে যেতে হয়।

    এ ফলাফলের কারণে শেষ ষোলোতে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) মুখোমুখি হবে ইন্টার মিয়ামি। মেসির জন্য ম্যাচটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ ২০২৩ সালে ক্লাবটি ছাড়ার পর এই প্রথমবারের মতো সাবেক ক্লাবের বিপক্ষে মাঠে নামবেন তিনি। অন্যদিকে পালমেইরাসের প্রতিপক্ষ আরেক ব্রাজিলিয়ান ক্লাব বোতাফাগো।

    বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৭টায় এ-গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয় দু’দল। ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলে মিয়ামি। ১৬তম মিনিটে তাদিও অ্যালেন্ডে গোল করে দলকে এগিয়ে নেন, যেটি আসে লুইস সুয়ারেজের নিখুঁত অ্যাসিস্ট থেকে। দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে সুয়ারেজ নিজেই ব্যবধান দ্বিগুণ করেন।

    তবে পালমেইরাস হাল ছাড়েনি। ৮০ মিনিটে ব্রাজিলিয়ান তারকা পলিনহো গোল করে ব্যবধান কমান। এরপর ৮৭ মিনিটে মরিসিওর গোলে সমতায় ফেরে পালমেইরাস। বাকি সময় আর গোল না হওয়ায় ২-২ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মেসিদের মিয়ামিকে। যার ফলে গ্রুপ রানার্স আপ হিসেবেই তাদের নকআউটে যেতে হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ