সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • ঢাকার জাতীয় স্টেডিয়াম পুরোপুরি ফুটবলের জন্য চায় বাফুফে

    ঢাকার জাতীয় স্টেডিয়াম পুরোপুরি ফুটবলের জন্য চায় বাফুফে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের মতো ঢাকার জাতীয় স্টেডিয়ামও শুধুমাত্র নিজেদের ব্যবহারের জন্য সরকার থেকে দাবি করেছে। বাফুফের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী এই তথ্য নিশ্চিত করেছেন।

    বাফুফের দাবি নিয়ে সরকারও ইতোমধ্যে একমত পোষণ করেছে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব জানিয়েছেন, ফুটবল ফেডারেশনের চাহিদার প্রেক্ষিতে প্রক্রিয়া শুরু করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

    বাফুফের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী বলেন, “ঢাকায় বসুন্ধরা কিংস অ্যারেনা থাকলেও নানা দিক থেকে জাতীয় স্টেডিয়াম আমাদের জন্য ‘সবেধন নীলমণি’। এটাকে ফুটবলের ‘হোম অব ফুটবল’ বলা একদম যথার্থ হবে। যদিও স্টেডিয়ামটি বিভিন্ন খেলার জন্য ব্যবহৃত হয়, তবু আমরা এটাকে শুধুমাত্র নিজেদের জন্য চেয়েছি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদও আমাদের সঙ্গে একমত পোষণ করে ইতোমধ্যে কাজ শুরু করেছে।”

    অন্যদিকে, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম স্টেডিয়ামের অবকাঠামো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেন, “ফুটবল মাঠের পাশে অ্যাথলেটিক্স ট্র্যাক থাকা স্বাভাবিক এবং এতে কোনো সমস্যা নেই। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন নিয়মিত এই মাঠে বিভিন্ন ইভেন্ট আয়োজন করে থাকে। ফিফার গাইডলাইনেও এমন কোনো বাধা নেই। বিশ্বজুড়ে অনেক বড় ফুটবল স্টেডিয়ামের পাশেই অ্যাথলেটিক্স ট্র্যাক থাকে।”

    তিনি আরও যোগ করেন, “জাতীয় স্টেডিয়াম অতীতে আবাহনী ও মোহামেডানের হোম ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়েছে। বাফুফে চাইলে ভবিষ্যতেও প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর জন্য হোম ভেন্যু হিসেবে এটি ব্যবহার করতে পারবে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ