সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • লাল কার্ডের পরও রিয়ালের দুর্দান্ত প্রত্যাবর্তন

    লাল কার্ডের পরও রিয়ালের দুর্দান্ত প্রত্যাবর্তন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফিফা ক্লাব বিশ্বকাপে শক্তিশালী পারফরম্যান্স দেখিয়ে এগিয়ে চলেছে রিয়াল মাদ্রিদ। মেক্সিকোর ক্লাব পাচুকার বিপক্ষে ৩-১ গোলের দারুণ এক জয় তুলে নিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। ম্যাচের একপর্যায়ে ১০ জনের দলে পরিণত হলেও দমে যায়নি রিয়াল; বরং দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে চাপে রাখে তারা।

    প্রথমার্ধেই দুই গোল করে লিড নেয় রিয়াল মাদ্রিদ। বিরতির পর এক খেলোয়াড় কম নিয়েও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে তারা। পাচুকা একটি গোল শোধ দিলেও শেষ দিকে আরও এক গোল করে জয় নিশ্চিত করে ইউরোপিয়ান জায়ান্টরা।

    এই জয়ে গ্রুপে শক্ত অবস্থান তৈরি করেছে রিয়াল মাদ্রিদ, আর নকআউট পর্বে জায়গা করে নেওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে দলটি। দলের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ এবং সমর্থকরাও উচ্ছ্বসিত তাদের প্রিয় দলের এমন সাফল্যে।

    প্রথম গোল আসে জুড বেলিংহামের পা থেকে, ম্যাচের ৩৫তম মিনিটে। এক নিখুঁত থ্রু পাস ধরে ডি-বক্সে ঢুকে নিচু শটে বল জালে পাঠান ইংলিশ এই মিডফিল্ডার। এর কিছুক্ষণ পরই স্কোরলাইন ২-০ করেন তরুণ তুর্কি ফুটবলার আর্দা গুলার। ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড ও গঞ্জালো গার্সিয়ার সমন্বিত একটি দারুণ আক্রমণে গুলার করেন চোখধাঁধানো এক গোল।

    দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ কিছুটা চাপে ফেললেও রিয়ালের রক্ষণভাগ ও গোলরক্ষক থিবো কোর্তোয়া ছিলেন অনবদ্য। কোর্তোয়া একাধিক সেভে পাচুকার আক্রমণ রুখে দেন।

    ৭৪ মিনিটে ফেদেরিকো ভালভার্দে একটি চমৎকার স্লাইডিং ভলিতে দলের জয় প্রায় নিশ্চিত করে দেন। যদিও শেষ দিকে পাচুকা একটি গোল শোধ দেয়, ইলিয়াস মন্টিয়েলের শট রিয়ালের এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে প্রবেশ করে।

    তবুও ম্যাচের নিয়ন্ত্রণ পুরোটা সময় নিজেদের হাতে রেখেই জয় তুলে নেয় রিয়াল মাদ্রিদ। এই জয়ে তারা পৌঁছে গেছে নকআউট পর্বের দোরগোড়ায়।

    ৭০ মিনিটে ফেদেরিকো ভালভার্দের দুর্দান্ত স্লাইডিং ভলিতে ম্যাচে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ, যা তাদের জয় নিশ্চিত করার পথ প্রশস্ত করে। এই জয়ের মাধ্যমে গ্রুপ পর্বে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে তারা। এখন বৃহস্পতিবার সালজবুর্গের বিপক্ষে জয় কিংবা ড্র করলেই তারা চলে যাবে শেষ ষোলোতে।

    অন্যদিকে, দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে মেক্সিকান ক্লাব পাচুকা। তাদের প্রথম ম্যাচ ছিল আল হিলালের বিপক্ষে, যেটি ড্র হয়েছিল।

    এই ম্যাচ ছিল কোচ জাবি আলোনসোর জন্যও বিশেষ কিছু। রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়ার পর এটাই তার অধীনে দলের প্রথম জয়। ম্যাচ শেষে আলোনসো বলেন, “দল দুর্দান্তভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে। একজন কম নিয়েও যে লড়াই ছেলেরা করেছে, তাতে আমি গর্বিত।”

    প্রথম ম্যাচে ড্র করায় কিছুটা চাপের মুখে থাকলেও, এই জয়ে দল ফিরে পেয়েছে আত্মবিশ্বাস ও স্থিতি—যা পরবর্তী রাউন্ডে এগিয়ে যেতে বড় সহায়ক হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ