সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • বাংলাদেশ-শ্রীলংকা ওয়ানডে সিরিজ

    শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দল ঘোষণা, নেতৃত্বে মেহেদী হাসান মিরাজ

    শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দল ঘোষণা, নেতৃত্বে মেহেদী হাসান মিরাজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নতুনভাবে দায়িত্ব নেওয়ার পর শ্রীলঙ্কা সফরেই প্রথমবারের মতো মাঠে নামছেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার নেতৃত্বে শ্রীলঙ্কায় তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে সফরের জন্য চূড়ান্ত স্কোয়াড। এই সিরিজ দিয়েই শুরু হচ্ছে মিরাজের অধিনায়কত্বের পথচলা।

    নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে শ্রীলঙ্কা সফরের জন্য ১৬ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার ঘোষিত এই দলে আবার জায়গা পেয়েছেন ওপেনার নাঈম শেখ। পেস বিভাগে রাখা হয়েছে পাঁচ বোলারকে, যেখানে রয়েছেন অভিজ্ঞ তাসকিন আহমেদ। স্পিন আক্রমণে আছেন রিশাদ হোসেন ও তানভির ইসলাম।

    ওপেনিংয়ে বিকল্প হিসেবে আছেন তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন ও নাঈম শেখ। মিডল অর্ডারে ভরসা থাকছেন নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক ও লিটন দাস।

    টেস্ট সিরিজ দিয়ে শুরু হওয়া এই সফরে গলের প্রথম ম্যাচ ড্র হয়েছে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৫ জুন, কলম্বোতে। এরপর দুই দল মুখোমুখি হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে, যেগুলো অনুষ্ঠিত হবে ২, ৫ ও ৮ জুলাই। ওয়ানডে সিরিজ শেষে ১০, ১৩ ও ১৬ জুলাই হবে সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ।

     বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড:
    মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, জাকের আলী, শামিম হোসেন, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।

    এই স্কোয়াড থেকেই শুরু হচ্ছে মিরাজের নতুন অধ্যায়—ক্যাপ্টেন হিসেবে প্রথম ওয়ানডে সিরিজ।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ