সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • টেস্ট ক্রিকেটে শক্ত অবস্থান গড়তে চায় বাংলাদেশ: বুলবুল

    টেস্ট ক্রিকেটে শক্ত অবস্থান গড়তে চায় বাংলাদেশ: বুলবুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘ পথচলায় টেস্ট ফরম্যাটকে আরও গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে নিতে চায় বাংলাদেশ—এমনটাই জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

    তিনি বলেন, "মানুষ এখন টেস্ট ক্রিকেটে আগ্রহ দেখাচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছে। বাংলাদেশ ইতিমধ্যেই আইসিসির ফুল মেম্বার। ২৫ বছর ধরে আমরা টেস্ট ক্রিকেট খেলছি। এখন সময় টেস্ট ক্রিকেটে উন্নতির নতুন অধ্যায় শুরু করার।"

    বুলবুল আরও জানান, বিসিবি ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে লাল বলের ক্রিকেটকে আরও কাঠামোগত করতে কাজ করছে। তার মতে, দেশের ক্রিকেট সংস্কৃতিতে টেস্টের গুরুত্ব বাড়ানোই এখন মূল লক্ষ্য।

    বাংলাদেশের টেস্ট মর্যাদা অর্জনের ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হয়েছে অনূর্ধ্ব-১২ সিক্স-এ-সাইড ক্রিকেট প্রতিযোগিতা। রবিবার (২২ জুন) সকালে রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে এই আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

    উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, “দেশব্যাপী ক্রিকেট ছড়িয়ে দিতে আমরা ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের (ডি-সেন্ট্রালাইজড) পথে নিয়ে যেতে চাই। রাজশাহী অঞ্চলেও ক্রিকেট কার্যক্রম বাড়ানো হবে। এখানে নিয়মিত ফার্স্ট ক্লাস ক্রিকেট আয়োজনের পাশাপাশি ‘গ্রেটার রাজশাহী’ অঞ্চলভিত্তিক প্রিমিয়ার লিগ চালুর পরিকল্পনা রয়েছে।”

    তিনি জানান, বয়সভিত্তিক ক্রিকেটকে আরও শক্তিশালী করতে রাজশাহীতে বর্তমানে চালু থাকা অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ দলের ম্যাচগুলোকে দুই দিনের ম্যাচে রূপান্তর করা হবে, যাতে খেলোয়াড়দের টেস্ট প্রস্তুতি আরও দৃঢ় হয়।

    বুলবুল আরও বলেন, “এই অঞ্চলের অবকাঠামো খুবই উন্নত। এখানে এমন মানের আউটফিল্ড ও উইকেট আছে, যা অনেক উন্নত দেশেও নেই। দেশের অন্যান্য অঞ্চলেও যদি এমন সুবিধা নিশ্চিত করা যায়, তাহলে সেখান থেকেও প্রতিভাবান ক্রিকেটার উঠে আসবে।”

    উল্লেখ্য, ২০০০ সালের জুনে বাংলাদেশ আইসিসি’র পূর্ণ সদস্যপদ লাভ করে এবং ওই বছরের নভেম্বরে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে টাইগারদের। এই ঐতিহাসিক অর্জনের ২৫ বছর পূর্তিতে বিসিবি দেশব্যাপী আয়োজিত করছে ছয় বিভাগে অনূর্ধ্ব-১২ ক্রিকেট প্রতিযোগিতা ও নানা উৎসবমূলক অনুষ্ঠান। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ক্রিকেটের প্রতি ভালোবাসা ও আগ্রহ বাড়ানোই মূল লক্ষ্য।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ