সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • আবারও বিতর্কে ইয়ামাল, এবার অভিযোগ পর্ন তারকার

    আবারও বিতর্কে ইয়ামাল, এবার অভিযোগ পর্ন তারকার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বার্সেলোনা ও স্পেনের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে পুরো মৌসুম জুড়েই আলোচনায় ছিলেন তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল। তবে কেবল মাঠের পারফরম্যান্স নয়, মাঠের বাইরেও নানা বিতর্কে জড়িয়ে শিরোনামে এসেছেন এই স্প্যানিশ তারকা। প্রতিভার পাশাপাশি off-field আচরণ নিয়েও তাকে নিয়ে আলোচনা থেমে নেই।

    মাঠে অসাধারণ পারফরম্যান্সের পাশাপাশি, মাঠের বাইরের বিতর্কও এখন লামিনে ইয়ামালকে ঘিরে আলোচনার কেন্দ্রে এনে দিয়েছে। বার্সেলোনার ১৭ বছর বয়সী এই তরুণ উইঙ্গার কয়েকদিন আগেই প্রেমের গুঞ্জনে জড়ান ১৩ বছর বয়সে বড় এক নারীর সঙ্গে, যেটির সূত্রপাত ঘটে ইতালিতে ছুটি কাটাতে গিয়ে ছড়িয়ে পড়া একটি ছবি ঘিরে।

    তবে বিতর্ক সেখানেই থেমে থাকেনি। এবার আলোচনায় এসেছে ২৯ বছর বয়সী প্রাপ্তবয়স্ক কনটেন্ট নির্মাতা ক্লদিয়া বাভেলের নাম। ডেইলি মেইল জানিয়েছে, বাভেল দাবি করেছেন—ইয়ামাল নিজেই তার সঙ্গে যোগাযোগ শুরু করেছিলেন এবং দেখা করার জন্য একাধিকবার অনুরোধ জানিয়েছিলেন। তিনি বলেন, একাধিক সামাজিক অনুষ্ঠানে তারা একে অপরের মুখোমুখি হয়েছেন।

    এই বক্তব্য এসেছে ইয়ামালের একটি টেলিভিশন সাক্ষাৎকারের পর। ‘তারদে এআর’ নামের অনুষ্ঠানে ইয়ামাল বলেন, বাভেল তাকে সম্পর্কে জড়াতে চেয়েছিলেন, কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইনস্টাগ্রামে বাভেল বলেন, “সে দাবি করেছে সে তার মায়ের সঙ্গে থাকে, কিন্তু আসলে সে একা থাকে। সে আমাকে প্রত্যাখ্যান করেছে বলেছে, অথচ প্রথমে সে–ই আমাকে মেসেজ পাঠিয়েছিল।”

    বাভেল আরও জানান, তিনি এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি, কিন্তু ইয়ামাল যেহেতু সম্পর্কের প্রসঙ্গ তুলেছেন, তাই স্পষ্টতা বজায় রাখতে নিজের অবস্থান তুলে ধরছেন। তার দাবি, ইয়ামালের পাঠানো ‘হাজার হাজার বার্তা’র প্রমাণও রয়েছে তার কাছে। তবে তিনি জোর দিয়ে বলেন, যেহেতু ইয়ামাল এখনো প্রাপ্তবয়স্ক নন, তাই তিনি তার সঙ্গে কোনো সম্পর্ক করেননি কিংবা এমন কিছু ঘটানোর উদ্যোগও নেননি।

    দু’পক্ষের বক্তব্যে নানা অমিল থাকলেও একটি বিষয়ে তারা একমত—তাদের মধ্যে কোনো রোমান্টিক সম্পর্ক বা ব্যক্তিগত বৈঠক ঘটেনি।

    এই বিতর্কের রেশ না কাটতেই ইয়ামালকে ঘিরে নতুন একটি খবর উঠে এসেছে। ছুটির সময় ২৯ বছর বয়সী ওনলিফ্যানস মডেল ফাতি ভাসকেজের সঙ্গে তাকে দেখা যায়। তবে সোশ্যাল মিডিয়ায় ট্রল ও আক্রমণের শিকার হয়ে ভাসকেজ জানান, ইয়ামালের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং তারা শুধু একটি ট্রিপে একসঙ্গে সময় কাটিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে তিনি আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ