সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • বৃষ্টিবিঘ্নিত সেশনে লাঞ্চে গেল বাংলাদেশ, লিড ২৪৭

    বৃষ্টিবিঘ্নিত সেশনে লাঞ্চে গেল বাংলাদেশ, লিড ২৪৭
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মুশফিকুর রহিম ৪৯ রানে রান আউট হওয়ার পর পরই নামে বৃষ্টি, যার ফলে খেলা কিছু সময়ের জন্য বন্ধ থাকে। বৃষ্টির পর আর খেলা শুরু না হওয়ায় আম্পায়াররা লাঞ্চ বিরতির ঘোষণা দেন।

    এ সময় নাজমুল হোসেন শান্ত ১৬৮ বল খেলে ৮৯ রানে অপরাজিত ছিলেন। পঞ্চম ও শেষ দিনের বৃষ্টিবিঘ্নিত প্রথম সেশনে বাংলাদেশ ১ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৬০ রান, খেলেছে মোট ১৯ ওভার।

    ফিফটির দোরগোড়ায় দাঁড়িয়ে ছিলেন মুশফিকুর রহিম। দ্রুত এক রান নিতে গিয়ে থারিন্দু রাত্নায়াকের সরাসরি থ্রোয়ে ৪৯ রানে রান আউট হয়ে যান তিনি। ১০২ বল খেলে ৪টি চারে সাজানো ইনিংসটি থামে দুর্ভাগ্যজনকভাবে। মুশফিক ফিরে যাওয়ার কিছুক্ষণ পরই বৃষ্টির হানায় খেলা বন্ধ হয়ে যায়। তখন বাংলাদেশের স্কোর ছিল ৪ উইকেটে ২৩৭। অপরপ্রান্তে শান্ত ৮৯ রানে অপরাজিত ছিলেন। লিড দাঁড়ায় ২৪৭ রানে।

    দ্বিতীয় ইনিংসেও শান্ত-মুশফিকের জুটি, লিড ছাড়ায় ২৪৩

    প্রথম ইনিংসে দুর্দান্ত ২৬৪ রানের জুটি গড়েছিলেন শান্ত ও মুশফিক। দ্বিতীয় ইনিংসেও তাঁরা শতরানের জুটি গড়ে দলকে টেনে তুলেছেন ভালো অবস্থানে। মাত্র ১৬৭ বলে শতরান স্পর্শ করে এই জুটি। মুশফিক তখন এগোচ্ছিলেন ফিফটির পথে, শান্ত ছিলেন আরেকটি সেঞ্চুরির দোরগোড়ায়। ৭২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ২৩৩ রান। শান্ত খেলছিলেন ৮৬ রানে, মুশফিক ছিলেন ৪৮ রানে অপরাজিত।

    ২০০ পার লিড, জয়-ড্র-হার—তিন সম্ভাবনাই খোলা

    গল টেস্টের পঞ্চম দিনে মাঠে নামে বাংলাদেশ ১৮৭ রানের লিড নিয়ে। মুশফিক ও শান্ত মিলে তাতে যোগ করেন আরও ১৯ রান, নিয়ে যান ১৯৬-এ। লিড ছাড়ায় ২০০। শান্ত তখন ৬৬ ও মুশফিক ৩১ রানে অপরাজিত ছিলেন।

    ম্যাচের চিত্রনাট্য এখন এমন জায়গায় দাঁড়িয়েছে, যেখানে জয়, ড্র কিংবা হার—সবই সম্ভব। বাংলাদেশ চাইবে আরও বড় লিড নিয়ে লঙ্কানদের অলআউট করে জয় ছিনিয়ে নিতে। ড্র করতেও দরকার বড় পুঁজি, যাতে অলআউট না করলেও প্রতিপক্ষকে আটকে রাখা যায়। তবে যদি হঠাৎ ব্যাটিং বিপর্যয় নেমে আসে, তাহলে ম্যাচে ফেরার সুযোগ পেতে পারে শ্রীলঙ্কা—এমনকি ওয়ানডে মেজাজে খেলেই ছিনিয়ে নিতে পারে জয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ