সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • চতুর্থ দিন শেষে দৃঢ় অবস্থানে টাইগাররা, ফল এখনো অনিশ্চিত

    চতুর্থ দিন শেষে দৃঢ় অবস্থানে টাইগাররা, ফল এখনো অনিশ্চিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গল টেস্টে এখন পর্যন্ত কোনো দলই স্পষ্টভাবে আধিপত্য না রাখায় ম্যাচটি ড্রয়ের দিকেই এগোচ্ছে বলে মনে হচ্ছে। চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে সংগ্রহ করেছে ১৭৭ রান। এতে করে টাইগারদের লিড দাঁড়িয়েছে ১৮৭ রানে।

    ক্রিজে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তিনি ৫৬ রানে অপরাজিত। তার সঙ্গে উইকেটে রয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম, যিনি খেলছেন ২২ রানে।
    গলে চতুর্থ দিন শেষে টেস্ট ম্যাচের ফল এখনো অনিশ্চিত হলেও ধীরে ধীরে ড্রয়ের দিকেই এগোচ্ছে। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে স্কোর দাঁড়িয়েছে ৩ উইকেটে ১৭৭ রান, লিড ১৮৭ রানের। এখন ক্রিজে আছেন অধিনায়ক শান্ত (৫৬*) ও মুশফিক (২২*)। হাতে আছে শেষ দিনের পুরো ৯০ ওভার।

    এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৪৯৫ রান, জবাবে শ্রীলঙ্কা থামে ৪৮৫ রানে। ১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে টাইগাররা। তবে শুরুটা ভালো হয়নি। দ্বিতীয়বারও ব্যর্থ এনামুল হক বিজয়, এবার আউট হন মাত্র ৪ রানে। প্রথম ইনিংসেও তিনি ফিরেছিলেন শূন্য রানে।

    মুমিনুল হক কিছুটা ভালো সূচনা করলেও থারিন্দু রত্নায়েকের এক অদ্ভুত ডেলিভারিতে হেলমেটে লাগা বল লাফিয়ে উঠে ক্যাচ দিয়ে ফেরেন ১৪ রানে।

    প্রথম দুই উইকেট হারানোর পর ইনিংসের হাল ধরেন সাদমান ইসলাম। তুলে নেন তার ক্যারিয়ারের সপ্তম ফিফটি। ১২৬ বলে ৭৬ রান করে থারিন্দুর এলবিডব্লিউয়ের শিকার হন তিনি।

    এর আগে সকালে ৪ উইকেটে ৩৬৮ রান নিয়ে দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। দ্রুতই ধস নামে তাদের ইনিংসে। ধনাঞ্জয়া ডি সিলভা (১৯) ও কুশল মেন্ডিস (৫) ফিরে যান দ্রুত। এরপর কামিন্দু মেন্ডিস ও মিলান রত্নায়েকে ৮৪ রানের জুটি গড়লেও শেষ রক্ষা হয়নি।

    নাঈম হাসান ৫ উইকেট নিয়ে লঙ্কানদের থামান ৪৮৫ রানে। তিনটি উইকেট নেন হাসান মাহমুদ। একটি করে উইকেট নেন তাইজুল ইসলাম ও মুমিনুল হক।

    শেষ দিনে নাটকীয় কিছু না ঘটলে এই ম্যাচ ড্রয়ের দিকেই গড়ানোর সম্ভাবনা প্রবল।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ