সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • আর্চারিতে রুদ্ধশ্বাস ফাইনাল, আলিফের কাঁধে স্বর্ণপদক

    আর্চারিতে রুদ্ধশ্বাস ফাইনাল, আলিফের কাঁধে স্বর্ণপদক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া কাপে লাল-সবুজের পতাকা উড়িয়েছেন বাংলাদেশের আর্চার আবদুর রহমান আলিফ। রিকার্ভ পুরুষ এককের রোমাঞ্চকর ফাইনালে জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে স্বর্ণপদক জয় করেছেন এই প্রতিভাবান আর্চার।

    ম্যাচের শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন আলিফ। প্রথম দুই সেটে দারুণভাবে এগিয়ে যান তিনি। শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে নিজের স্নায়ু ধরে রেখে স্বর্ণ নিশ্চিত করেন, এনে দেন দেশের জন্য এক গর্বের মুহূর্ত।

    সিঙ্গাপুরে এশিয়া কাপের রিকার্ভ পুরুষ এককে শ্বাসরুদ্ধকর এক ফাইনালে জাপানের মিয়াতা গাকুতোকে হারিয়ে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের আর্চার আবদুর রহমান আলিফ। শুরুটা দারুণ হলেও শেষ পর্যন্ত জয় নিশ্চিত করতে তাকে পার করতে হয়েছে কঠিন পথ।

    প্রথম সেটে ২৮-২৭ ব্যবধানে এগিয়ে যান আলিফ। দ্বিতীয় সেটেও তিনি ২৯ স্কোর করে জাপানি প্রতিপক্ষের (২৮) চেয়ে এগিয়ে থাকেন। কিন্তু হাল ছাড়েননি গাকুতো। পরপর দুটি সেট নিজের করে নিয়ে খেলায় ৪-৪ সমতা ফেরান তিনি। তৃতীয় সেটে গাকুতো করেন ২৮, আলিফ পিছিয়ে পড়েন ২৭ পয়েন্টে। চতুর্থ সেটেও গাকুতো এগিয়ে থাকেন ২৭-২৬ ব্যবধানে।

    ফলে স্বর্ণ জয়ের ভাগ্য নির্ধারিত হয় পঞ্চম ও শেষ সেটে। এখানে আবারও স্নায়ু ধরে রাখেন আলিফ। গুরুত্বপূর্ণ এই সেটে ২৯ স্কোর করে এগিয়ে যান, যেখানে গাকুতো করতে পারেন মাত্র ২৬। ফলে ৬-৪ সেট পয়েন্টে নিশ্চিত হয় বাংলাদেশের গর্বের জয়।

    বিকেএসপির হয়ে উঠে আসা এই প্রতিভাবান আর্চার গত বছর এশিয়ান যুব আর্চারি চ্যাম্পিয়নশিপের ফাইনালে চীনা তাইপের আর্চারের কাছে হেরে স্বর্ণ হাতছাড়া করেছিলেন। যদিও আন্তর্জাতিক পর্যায়ে আগেই অংশ নিয়েছেন বিশ্বকাপ, এশিয়ান চ্যাম্পিয়নশিপ ও গ্রাঁ প্রি-তে, এবারই প্রথম একক ইভেন্টে পদক পেলেন তিনি।

    বাংলাদেশে আর্চারির রিকার্ভ এককে এতদিন একচ্ছত্র আধিপত্য ছিল রোমান সানার। কিন্তু রোমান ও আরেক আর্চার সানিয়ার যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার পর এখন জাতীয় দলের আর্চারি আস্থার প্রতীক হয়ে উঠছেন আলিফ ও সাগর ইসলাম। আলিফের এই জয় তাই শুধু ব্যক্তিগত নয়—বাংলাদেশ আর্চারির নতুন যুগ শুরুর বার্তাও।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ