সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • মায়ামির জয়ের নায়ক মেসি, ম্যাচ শেষে জানালেন অনুভূতি

    মায়ামির জয়ের নায়ক মেসি, ম্যাচ শেষে জানালেন অনুভূতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইতিহাসের পাতায় জায়গা করে নিল ইন্টার মায়ামি। ফিফা ক্লাব বিশ্বকাপে ইউরোপিয়ান প্রতিপক্ষ পোর্তোর বিপক্ষে পিছিয়ে পড়েও ফিরে আসে তারা। ম্যাচে জয়ের নায়ক ছিলেন লিওনেল মেসি, যার দুর্দান্ত গোলে ২–১ ব্যবধানে জয় পায় এমএলএস ক্লাবটি।

    এই জয় শুধু ম্যাচ জেতার চেয়ে বেশি কিছু—এটি এক ঐতিহাসিক মুহূর্ত। কনকাক্যাফ অঞ্চলের কোনো ক্লাব এর আগে ফিফার কোনো অফিশিয়াল টুর্নামেন্টে ইউরোপিয়ান দলের বিপক্ষে জয় পায়নি। সেই রেকর্ড এবার ভাঙলো যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি, মেসির নেতৃত্বে গর্বিত করলো গোটা অঞ্চলকে।

    শুক্রবার (২০ জুন) যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ–বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপে দারুণ এক জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। ম্যাচের শুরুতে অবশ্য এগিয়ে যায় পর্তুগিজ ক্লাব পোর্তো। ম্যাচের ৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন স্যামু আগেহোয়া। প্রথমার্ধে বলের দখল ও আক্রমণ তৈরিতে এগিয়ে ছিল পোর্তো, এবং ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।

    তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় পুরো ম্যাচের চিত্র। ৪৭ মিনিটে তেলেসকো সেগোভিয়ার গোলে সমতায় ফেরে মায়ামি। আর মাত্র সাত মিনিট পর সেই জাদুকরি মুহূর্ত—ফ্রি–কিক থেকে অসাধারণ এক গোল করেন লিওনেল মেসি। বক্সের বাইরে ফাউলের শিকার হওয়ার পর পাওয়া ফ্রি–কিক থেকে সরাসরি গোল করে দলকে ২–১ ব্যবধানে এগিয়ে দেন আর্জেন্টাইন মহাতারকা।

    এই গোল ছিল মেসির ক্যারিয়ারের ৬৮তম সরাসরি ফ্রি–কিক গোল, যা তাকে এই বিভাগে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা বানিয়েছে। তার চেয়ে এগিয়ে আছেন শুধু ব্রাজিলিয়ান দুই কিংবদন্তি—জুনিনিও (৭৭) ও পেলে (৭০)। একইসঙ্গে এটি ছিল ইন্টার মায়ামির জার্সিতে মেসির ৫০তম গোল, যা তিনি করেছেন মাত্র ৬১ ম্যাচে।

    ম্যাচ শেষে দলের ঐতিহাসিক জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মেসি। তিনি বলেন,
    "পুরো দল আজ অসাধারণ পারফর্ম করেছে। শুধু রক্ষণই নয়, বলের নিয়ন্ত্রণও ছিল চমৎকার। প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে এই জয় আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা আমরা উপভোগ করতেই পারি।"

    এই জয়ের ফলে গ্রুপ ‘এ’ থেকে শেষ ষোলোতে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করে তুলেছে ইন্টার মায়ামি। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তারা রয়েছে গ্রুপের দ্বিতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আছে ব্রাজিলের পালমেইরাস। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ২৩ জুন, সোমবার মুখোমুখি হবে মায়ামি ও পালমেইরাস।

    ম্যাচ শেষে মেসির প্রশংসা করেছেন ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাচেরানোও।
    তিনি বলেন,
    "গোল করা ছাড়াও মেসি আমাদের দেখিয়েছে, কীভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। তার জয়ী মানসিকতা, ক্ষুধা, এবং নিজেকে বারবার প্রমাণ করার ইচ্ছা সত্যিই অনুপ্রেরণামূলক। ফুটবলের ইতিহাসে সে-ই সেরা, আর তার নেতৃত্ব আজও দলকে বিজয়ের পথে এগিয়ে দিয়েছে।"


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ