সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • "শেষ ইনিংসে ম্যাথিউজকে থামালেন মুমিনুল"

    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথিউজের জন্য এটা হতে পারে শেষ ইনিংস। গল টেস্টের প্রথম ইনিংসে ৩৯ রান করে আউট হন অভিজ্ঞ এই লঙ্কান ব্যাটার। বিদায়ী ইনিংসে বড় রান না পেলেও মাঠ ছাড়ার সময় দর্শকদের করতালি ও শ্রদ্ধা পেয়েছেন ম্যাথিউজ।

    দীর্ঘ ১৫ বছরের টেস্ট ক্যারিয়ারে শ্রীলঙ্কার হয়ে অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন তিনি। এবার গল আন্তর্জাতিক স্টেডিয়ামে, বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে টেস্ট অধ্যায়ের পর্দা নামাতে চলেছেন ম্যাথিউজ। ম্যাচ ড্র হলে দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করার প্রয়োজন নাও হতে পারে, সেক্ষেত্রে এটাই হতে পারে তার শেষ টেস্ট ইনিংস।

    অ্যাঞ্জেলো ম্যাথিউজকে চমৎকার এক ঘূর্ণিতে পরাস্ত করেছেন বাংলাদেশের পার্টটাইম স্পিনার মুমিনুল হক। বাঁহাতি এই ব্যাটারের স্পিনে বিভ্রান্ত হয়ে ব্যাট ছোঁয়াতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন অভিজ্ঞ লঙ্কান ব্যাটার। ৩৯ রানের ইনিংস খেলে বিদায় নেন ম্যাথিউজ, ভেঙে যায় তার ও নিশাঙ্কার গড়া ৮৯ রানের গুরুত্বপূর্ণ জুটি।

    এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ২৯৩ রান। তারা এখনও বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ২০২ রানে পিছিয়ে। অপরপ্রান্তে ১৬৮ রানে অপরাজিত আছেন ওপেনার পাথুম নিশাঙ্কা, তার সঙ্গে ব্যাট করছেন কামিন্ডু মেন্ডিস।

    এর আগে দিনের শুরুতে মাত্র ৩.৪ ওভার টিকেছিল বাংলাদেশের ইনিংস। ৯ উইকেটে ৪৮৯ রান নিয়ে দিন শুরু করে দলটি অলআউট হয় ৪৯৫ রানে। শেষ ব্যাটার নাহিদ রানা শূন্য রানে ফিরে যান আসিথা ফার্নান্দোর বলে। অপরপ্রান্তে অপরাজিত ছিলেন হাসান মাহমুদ (৭)।

    জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন লঙ্কান দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও লাহিরু উদারা। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৪৭ রান। ইনিংসের ১৩তম ওভারে তাইজুল ইসলামের বোলিংয়ে ফেরেন উদারা (২৯), ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।

    দ্বিতীয় উইকেটে দারুণ জুটি গড়েন নিশাঙ্কা ও চান্দিমাল। দুজন মিলে ১৫৭ রান যোগ করেন। চান্দিমাল ৫৪ রান করে নাঈম হাসানের বলে লেগ স্লিপে ক্যাচ দিয়ে আউট হন। এর পর ম্যাথিউজও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। মুমিনুল হকের বলে আউট হয়ে ফিরে যান তিনি।

    প্রথম ইনিংসে লঙ্কানদের শক্ত প্রতিরোধের মুখেই পড়েছে বাংলাদেশ। এখন সব নজর নিশাঙ্কার দিকে, যিনি ডাবল সেঞ্চুরির পথে এগোচ্ছেন।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ