সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • কাবরেরা নিয়ে ফেডারেশনের চিন্তা-ভাবনা এখনো জটিল

    কাবরেরা নিয়ে ফেডারেশনের চিন্তা-ভাবনা এখনো জটিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরে গেছে বাংলাদেশ। ১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সিঙ্গাপুরের দক্ষ ফুটবল দেখিয়ে হামজা চৌধুরী ও সমিত সোমদের নেতৃত্বে বাংলাদেশ দল বিপর্যয়ে পড়ে, যা সবাইকে হতবাক করেছে।

    ঘরের মাঠে নাজুক পরাজয়ের পর কোচ হাভিয়ের কাবরেরার কার্যকারিতা নিয়ে সমর্থকদের মধ্যে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তার প্রত্যাহারের দাবি জোরালো হচ্ছে, যা নিয়ে বাফুফের নির্বাহী কমিটির এক সদস্যও সরাসরি বক্তব্য দিয়েছেন।

    বিভিন্ন সমালোচনার মধ্যেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখনো কোচ হাভিয়ের কাবরেরার বরখাস্তের সিদ্ধান্ত নেয়নি। আগামী ৯ ও ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে দুই ম্যাচ পর্যন্ত তার দায়িত্ব বহাল থাকবে।

    বাফুফে সূত্র জানিয়েছে, এখনই কোচ পরিবর্তন করলে দল আরও বিপদে পড়তে পারে বলে তারা সতর্ক। তাই নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই কাবরেরার ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বাফুফের সভাপতি তাবিথ আওয়ালই এ বিষয়ে সর্বশেষ সিদ্ধান্ত নেবেন।

    সিঙ্গাপুরের কাছে ২-১ ব্যবধানে হারের পর হাভিয়ের কাবরেরার কৌশল নিয়ে সমালোচনা তীব্র হয়েছে। বিশেষ করে উইঙ্গার রাকিব হোসেনকে স্ট্রাইকার হিসেবে নামানো এবং কর্নার থেকে বারবার সুযোগ পাওয়া সত্ত্বেও অধিনায়ক জামাল ভূঁইয়াকে মাঠে নামানো হয়নি, যা নিয়ে অনেক ফুটবল বিশ্লেষক ও সাবেক খেলোয়াড় প্রশ্ন তুলেছেন।

    কাবরেরার ম্যাচ পরদিন স্পেনে চলে যাওয়া নিয়েও ফেডারেশনের মধ্যে বিরোধ আছে। যদিও তার ছুটির বিষয়টি নিয়ে মতবিরোধ থাকলেও সিঙ্গাপুর ম্যাচে তার ব্যবস্থাপনায় ভুল ছিল বলে সবাই একমত।

    ফেডারেশন এখন তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নিতে চায় না। শীঘ্রই বাফুফে টেকনিক্যাল কমিটি সিঙ্গাপুর ম্যাচের খেলার কৌশল বিশ্লেষণ করবে এবং তার ভিত্তিতে কাবরেরার ভবিষ্যৎ নির্ধারণ করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ