সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • চান্ডিমালকে ফেরিয়ে লম্বা জুটি ভাঙলেন নাঈম

    চান্ডিমালকে ফেরিয়ে লম্বা জুটি ভাঙলেন নাঈম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গল টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। দলীয় ৪৭ রানে উদ্বোধনী জুটি ভেঙে স্বস্তির আভাস দেন তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনার এলবিডব্লিউর ফাঁদে ফেলেন অভিষিক্ত লাহিরু উদারাকে।

    তবে সেই শুরুটা ধরে রাখতে পারেনি টাইগার বোলিং ইউনিট। একের পর এক সুযোগ তৈরি করলেও ব্রেকথ্রু আসেনি। উইকেট শিকারে ধারাবাহিকতা হারিয়ে ফেলেন অন্য বোলাররা।

    নিসাঙ্কা ও চান্ডিমাল দ্বিতীয় উইকেটে গড়েন শক্ত পার্টনারশিপ। বিশেষ করে নিসাঙ্কা খেলেছেন ধৈর্য ও আত্মবিশ্বাসের সঙ্গে, তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের আরেকটি সেঞ্চুরি। ফলে শুরুতে উইকেট পেলেও শ্রীলঙ্কার ইনিংসে চাপ তৈরি করতে ব্যর্থ হয় বাংলাদেশ।

    গল টেস্টে বাংলাদেশের ৪৯৫ রানের জবাব দিতে নেমে দৃঢ় শুরু করেছে শ্রীলঙ্কা। শুরুতে একটি দ্রুত উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে শক্ত অবস্থান গড়ে নেয় লঙ্কানরা। ওপেনার পাথুম নিসাঙ্কা ও অভিজ্ঞ দিনেশ চান্ডিমাল গড়েন ১৫৭ রানের বড় জুটি।

    দ্বিতীয় উইকেটে জমে যাওয়া এই পার্টনারশিপ ভাঙেন অফস্পিনার নাঈম হাসান। ইনিংসের ৫২তম ওভারে নাঈমের বলে লেগ স্লিপে ক্যাচ তুলে দেন চান্ডিমাল। সহজ ক্যাচটি লুফে নেন সাদমান ইসলাম। সাজঘরে ফেরার আগে চান্ডিমাল খেলেছেন ১১৯ বলের ধৈর্যশীল ৫৪ রানের ইনিংস।

    চান্ডিমালের বিদায়ে দলীয় স্কোর দাঁড়ায় ২০৪/২। তবে অপরপ্রান্তে অবিচল ছিলেন নিসাঙ্কা। ৫৫ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২১৩ রান, নিসাঙ্কা ১২৩ রানে অপরাজিত, সঙ্গে রয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস (৪)।

    এর আগে দিনের শুরুতে বাংলাদেশ তাদের প্রথম ইনিংস এগিয়ে নিতে পারেনি খুব বেশি দূর। ৯ উইকেটে ৪৮৯ রান নিয়ে দিন শুরু করা সফরকারীরা টিকেছে মাত্র ৩.৪ ওভার। ১৫৪তম ওভারে নাহিদ রানা উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শূন্য রানেই, ফলে বাংলাদেশের প্রথম ইনিংস থামে ৪৯৫ রানে। অপরপ্রান্তে হাসান মাহমুদ ছিলেন ৭ রানে অপরাজিত।

    জবাব দিতে নেমে শুরু থেকেই ইতিবাচক মেজাজে ব্যাট করতে থাকেন নিসাঙ্কা ও উদারা। উদ্বোধনী জুটিতে আসে ৪৭ রান। এই জুটি ভাঙেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। উদারাকে নিজের বলেই ফেরতি ক্যাচ বানিয়ে প্রথম সাফল্য এনে দেন তিনি। উদারা করেন ৩৪ বলে ২৯ রান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ