সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • নিসাঙ্কার শতকে শক্ত অবস্থানে লঙ্কানরা

    নিসাঙ্কার শতকে শক্ত অবস্থানে লঙ্কানরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শুরু থেকেই ধীরস্থির ব্যাটিংয়ে শ্রীলঙ্কার ইনিংস মজবুত করছেন ওপেনার পাথুম নিসাঙ্কা। লাঞ্চের পর নিজের ইনিংস এগিয়ে নিয়ে যান আরও পরিণতভাবে এবং তুলে নেন ক্যারিয়ারের অষ্টম টেস্ট হাফসেঞ্চুরি। ৮৮ বল খেলে পঞ্চাশে পৌঁছান তিনি।

    নিসাঙ্কাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন অভিজ্ঞ ব্যাটার দিনেশ চান্ডিমাল। দুজনের ধৈর্য ও শৃঙ্খলাপূর্ণ ব্যাটিংয়ে গড়ে উঠেছে দৃঢ় জুটি, যা বাংলাদেশের বোলারদের চাপের মধ্যে ফেলেছে। উইকেটে থাকা দুই ব্যাটারের দৃঢ়তায় ধীরে ধীরে বড় সংগ্রহের পথে এগোচ্ছে শ্রীলঙ্কা।

    বাংলাদেশের ৪৯৫ রানের বড় সংগ্রহের জবাবে প্রথম সেশনেই দৃঢ়তা দেখিয়েছে সফরকারী শ্রীলঙ্কা। আজ (তৃতীয় দিন) লাঞ্চ বিরতির সময় শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ১ উইকেটে ১০০ রান। উইকেটে জমে গেছেন ওপেনার পাথুম নিসাঙ্কা ও অভিজ্ঞ ব্যাটার দিনেশ চান্ডিমাল। নিসাঙ্কা ৪৬ ও চান্ডিমাল ২২ রানে অপরাজিত রয়েছেন।

    এর আগে দিনের শুরুতেই মাত্র ১৬ বল স্থায়ী হয় বাংলাদেশের ইনিংস। আগের দিন ৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে তৃতীয় দিন মাঠে নামে দলটি। পাঁচশ রানের স্বপ্ন নিয়ে খেলতে নামলেও ইনিংস থামে ৪৯৫ রানে।

    শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্ডো দিনের প্রথম সাফল্য এনে দেন। তিনি শূন্য রানে নাহিদ রানাকে উইকেটের পেছনে ক্যাচ তুলতে বাধ্য করেন। অপরপ্রান্তে হাসান মাহমুদ ৭ রানে অপরাজিত থাকেন।

    তাইজুল ভাঙলেন শ্রীলঙ্কার শুরুটা
    জবাবে ব্যাটিংয়ে নেমে আত্মবিশ্বাসী সূচনা করেন দুই ওপেনার লাহিরু উদারা ও পাথুম নিসাঙ্কা। উদ্বোধনী জুটিতে আসে ৪৭ রান। তবে নিজের অভিষেক টেস্ট খেলতে নামা উদারা ২৯ রানে থেমে যান। তাইজুল ইসলামের বল মোকাবেলায় অসতর্ক শটে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

    উদারার বিদায়ের পর ব্যাট হাতে দায়িত্বশীলতা দেখিয়েছেন নিসাঙ্কা ও চান্ডিমাল। প্রথম সেশনের বাকি সময়ে আর কোনো উইকেট হারাতে দেয়নি এই জুটি। এখন পর্যন্ত দ্বিতীয় উইকেটে ৫৩ রানের জুটি গড়েছেন তারা।

    শ্রীলঙ্কা এখনও পিছিয়ে ৩৯৫ রানে।

    এর আগে বাংলাদেশের ইনিংসে মুশফিকুর রহিমের ১৬৩ ও লিটন দাসের ৯০ রানের ইনিংস দলকে শক্ত ভিত গড়ে দেয়। তবে দ্বিতীয় দিনের শেষভাগে শ্রীলঙ্কার স্পিনার মিলান রত্নায়েকে দ্রুত তিন উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের চাপে ফেলেন।

    প্রথম ইনিংসে শ্রীলঙ্কার হয়ে আসিথা ফার্নান্ডো ৪টি এবং মিলান ও থারিন্দু রত্নায়েকে ৩টি করে উইকেট নেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ