সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • গলে মুশফিক-শান্ত-লিটনের দৃঢ়তা, চালকের আসনে বাংলাদেশ

    গলে মুশফিক-শান্ত-লিটনের দৃঢ়তা, চালকের আসনে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ভালো অবস্থানে আছে বাংলাদেশ, তবে কিছুটা হতাশাও রয়ে গেছে দলের ব্যাটারদের পারফরম্যান্স ঘিরে। ইনিংস বড় করার মতো সুযোগ পেয়েও তা পুরোপুরি কাজে লাগাতে পারেননি তিন অভিজ্ঞ ব্যাটার।

    অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি তুলে নিলেও থেমেছেন ১৪৮ রানে—আর মাত্র ২ রান করলেই পৌঁছাতেন ১৫০-তে, যা হতে পারত আরও প্রভাবশালী ইনিংস। এক পর্যায়ে ডাবল সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন মুশফিকুর রহিম, কিন্তু ১৬৩ রানে থামতে হয়েছে তাকে। আর লিটন দাস ছিলেন দুর্দান্ত ছন্দে, কিন্তু শতকের দোরগোড়ায় গিয়েও ফিরেছেন ৯০ রানে।

    বাংলাদেশ স্কোরবোর্ডে বড় রান তুললেও ব্যক্তিগত মাইলফলকের সামনে এসে থেমে যাওয়ায় কিছুটা আক্ষেপ থেকেই গেল। তবে দলীয় দৃষ্টিকোণ থেকে, এই ইনিংসগুলোই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভিত গড়ে দিয়েছে।

    গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ এখনো শক্ত অবস্থানে থাকলেও, ব্যাটারদের কয়েকটি আক্ষেপের গল্প জমে উঠেছে দ্বিতীয় দিনের শেষভাগে। দিনের শুরুটা হয়েছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে, যিনি আগের দিন ১৩৬ রানে অপরাজিত ছিলেন। তবে তিনি নিজের ইনিংস লম্বা করতে পারেননি। মাত্র ১২ রান যোগ করে ১৪৮ রানে আসিথা ফার্নান্দোর সুইংয়ে মিড অনে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন।

    শান্তর বিদায়ের পর মাঠে নামেন লিটন দাস। মুশফিকুর রহিমের সঙ্গে গড়েন ১০০’র বেশি রানের আরেকটি গুরুত্বপূর্ণ জুটি, যা আবার বাংলাদেশের ইনিংসকে মজবুত করে। মুশফিক এগিয়ে যাচ্ছিলেন ডাবল সেঞ্চুরির দিকে, কিন্তু আসিথার ইন-সুইংয়ে এলবিডব্লিউ হন ১৬৩ রানে। রিভিউতে দেখা যায় বল লেগ স্টাম্পে আঘাত করতো, ফলে আম্পায়ার্স কলে আউট হন অভিজ্ঞ ব্যাটার।

    মুশফিকের বিদায়ের পর মাত্র ৭ বল টিকেন লিটন। থারিন্দু রত্নায়েকের বলে রিভার্স সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে দেন উইকেটকিপারের হাতে। ১২৩ বলে ৯টি চার ও ১ ছক্কায় ৯০ রানে থেমে যায় তার ইনিংস, মাত্র ১০ রান দূরে থেকে সেঞ্চুরি মিস করেন তিনি।

    প্রথম দিন ৪৫ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশকে দারুণভাবে টেনে তোলে শান্ত-মুশফিকের ২৬৪ রানের জুটি, এরপর মুশফিক-লিটনও ইনিংসটি বড় করেন। দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে ১৪৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৮ উইকেটে ৪৮৩ রান। এই সংগ্রহ শ্রীলঙ্কার ওপর চাপ তৈরি করেছে, যদিও বাংলাদেশের ব্যাটারদের ব্যক্তিগত হতাশা কিছুটা ছাপ ফেলেছে স্কোরবোর্ডের উজ্জ্বলতায়।


     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ