সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • বৃষ্টির বিরতির পর মাঠে গড়ালো ম্যাচ

    বৃষ্টির বিরতির পর মাঠে গড়ালো ম্যাচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রায় দুই ঘণ্টার বৃষ্টির বিরতির পর আবার শুরু হয়েছে গল টেস্টের খেলা। বৃষ্টি থামার পর মাঠ প্রস্তুত করতে সময় লেগেছে কিছুটা। সবশেষ বিকাল পৌনে ৫টার দিকে পুনরায় শুরু হয় খেলা। এই বিরতিতে প্রায় ১৮ ওভার খেলা হারিয়ে গেছে।

    আবহাওয়া অনুকূলে থাকলে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত খেলা চলবে বলে জানিয়েছে ম্যাচ অফিসিয়ালরা। ম্যাচে এখনো বাংলাদেশ রয়েছে ভালো অবস্থানে, আর বাকি সময়ে দলটি স্কোরবোর্ড আরও সমৃদ্ধ করার চেষ্টা চালাবে।

    মুশফিকুর রহিম শক্তিমান ব্যাটিংয়ে গড়ছেন বাংলাদেশের ইনিংস, লঙ্কান বোলাররা অধরাই চেষ্টা করছে তাকে ফেরাতে। ১৩০.২ ওভারে মিলান রত্নায়েকের বলে এলবিডাব্লিউ আবেদন করেন লঙ্কানরা, কিন্তু আম্পায়ার সাড়া দেননি। রিভিউ নিলে দেখা যায় মুশফিক বেঁচে গেছেন। এরপরই শুরু হয় বৃষ্টি, খেলা আপাতত বন্ধ রয়েছে। বৃষ্টি বিরতিতে মুশফিক ও লিটনের পঞ্চম উইকেট জুটি ছিল ১১১ রান, বাংলাদেশ সংগ্রহ ৪ উইকেটে ৪২০ রান।

    মুশফিক ১৫০, লিটন ৫০

    লাঞ্চ বিরতির পর মুশফিক দেড়শ রানের মাইলফলক স্পর্শ করেছেন, আর বাংলাদেশের প্রথম ইনিংস স্কোর ছাড়িয়েছে ৪০০। লিটন দাস ক্যারিয়ারের ১৮তম টেস্ট ফিফটি তুলে নিয়েছেন অপর প্রান্তে।

    মুশফিক-লিটনের দৃঢ় প্রতিরোধের কারণে লাঞ্চ বিরতিতে আধিপত্য ছিল বাংলাদেশের। দ্বিতীয় দিনে প্রথম সেশনে মাত্র এক উইকেট হারিয়েছে বাংলাদেশ। গতকাল থেকে দারুণ ফর্মে থাকা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শুরুতেই ১৪৮ রান করেই আউট হন। মুশফিক ক্রিজে থেকে দলের ইনিংস সামলাচ্ছেন, সাথে আছেন লিটন দাস। লঙ্কানরা ক্যাচ ও রান আউটের সুযোগ হাতছাড়া করেছে, মুশফিক-লিটন দু’জনেই ক্যাচ দিয়েছেন। প্রথম সেশন শেষে বাংলাদেশ ৪ উইকেটে ৩৮৩ রান, মুশফিক ১৪১ ও লিটন অপরাজিত ৪৩।

    মুশফিক আন্তর্জাতিক ক্রিকেটে বল না করে সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যান হিসেবে অ্যাডাম গিলক্রিস্টকে টপকিয়েছেন। তিন ফরম্যাট মিলিয়ে গড়েছেন ৪৭৩ ম্যাচে ১৫,৪৭৬ রান, যেখানে গিলক্রিস্টের রান ১৫,৪৬১।

    গতকাল থেকে আক্রমণাত্মক মেজাজে থাকা শান্ত ১৪৮ রান করে আউট হন, আসিথা ফার্নান্দোর বলে ড্রাইভ করতে গিয়ে অ্যাঞ্জেলো ম্যাথুজের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। এতে ভেঙে যায় তাদের ২৬৪ রানের জুটি, যা লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের চতুর্থ উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ড। শান্ত ২৭৯ বল খেলেছেন, মেরেছেন ১৫ চার ও ১ ছক্কা। আগের ওভারে এলবিডাব্লিউ হয়েছিলেন, তবে রিভিউ নিয়ে বেঁচে গিয়েছিলেন।

    সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ প্রথম ইনিংসে ১৩১ ওভারে ৪২৬/৪ (মুশফিকুর রহিম ১৫৯*, লিটন দাস ৬৪*; এনামুল হক ০, সাদমান ১৪, মুমিনুল হোসেন ২৯, নাজমুল হোসেন শান্ত ১৪৮)


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ