সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • বৃষ্টিতে ব্যাহত গল টেস্ট, বাংলাদেশের দাপট অব্যাহত

    বৃষ্টিতে ব্যাহত গল টেস্ট, বাংলাদেশের দাপট অব্যাহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গল টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে জমে উঠেছিল শ্রীলঙ্কা ও বাংলাদেশের লড়াই। তবে সেই রোমাঞ্চে ছেদ টেনে হানা দেয় বৃষ্টি। ম্যাচের ১৩০তম ওভারের দ্বিতীয় বল শেষ হওয়ার পরপরই আম্পায়াররা আলো ও আকাশের অবস্থান বিবেচনায় খেলা বন্ধ করার সিদ্ধান্ত নেন এবং মাঠে ডাকা হয় কভার।

    মাত্র ১৩ মিনিটের মধ্যেই শুরু হয় বৃষ্টি, যা এখনো থামেনি। ফলে আপাতত খেলা বন্ধ রয়েছে। আবহাওয়া পূর্বাভাস বলছে, বৃষ্টি আরও দীর্ঘস্থায়ী হতে পারে, যা দিনের বাকি অংশের খেলার ওপর প্রভাব ফেলতে পারে।

    এ রিপোর্ট লেখা পর্যন্ত মাঠে ফেরার কোনো সম্ভাবনা দেখা যায়নি। দুই দলই অপেক্ষায় আছে আবহাওয়ার উন্নতির।

    গল টেস্টের দ্বিতীয় দিনে বৃষ্টির আগে পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নামা সফরকারীরা দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ৪২৩ রান সংগ্রহ করেছে। উইকেটে আছেন দুই অভিজ্ঞ ব্যাটার—মুশফিকুর রহিম ১৫৯* ও লিটন দাস ৬১* রানে অপরাজিত।

    প্রথম দিন ২৯২ রান তুলেছিল বাংলাদেশ, ৩ উইকেট হারিয়ে। দ্বিতীয় দিনে শুরু থেকেই ধীরস্থিরভাবে এগিয়েছেন মুশফিক ও শান্ত। তাদের চতুর্থ উইকেট জুটিতে আসে ২৬৪ রান, যা শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ উইকেটের সর্বোচ্চ পার্টনারশিপ বাংলাদেশের। অধিনায়ক শান্ত দুর্দান্ত এক ইনিংস খেলে ১৪৮ রানে ফেরেন সাজঘরে।

    মুশফিক আজকের দিনে বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ হয়ে দাঁড়িয়েছেন। টেস্ট ক্যারিয়ারে এটি তার ১২তম সেঞ্চুরি। এরপর পৌঁছে গেছেন দেড়শ রানেও। এই ইনিংসের পথেই তিনি ভেঙেছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টের রেকর্ড—বল না করে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক এখন মুশফিক।

    লিটন দাস খেলছেন স্বভাবসুলভ গতিতে। আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে দ্রুত ফিফটি তুলে নিয়ে নিশ্চিত করেছেন বাংলাদেশের রান প্রবাহ অব্যাহত থাকে।

    শ্রীলঙ্কার বোলাররা আজও ছিলেন অনুজ্জ্বল। পুরো ১৩০ ওভারে তারা তুলে নিতে পেরেছে মাত্র ৪টি উইকেট। থারিন্দু রাথনায়েকে ও আসিথা ফার্নান্দো নিয়েছেন দুটি করে উইকেট।

    দ্বিতীয় সেশনের মাঝপথে বৃষ্টি এসে ম্যাচে বিঘ্ন ঘটায়। ১৩০তম ওভারের দ্বিতীয় বলের পর খেলা বন্ধ হয়ে যায়। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির আশঙ্কা এখনও কাটেনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ