সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ, ভারত ছাড়াই শুরু জুনিয়র হকি প্রতিযোগিতা

    পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ, ভারত ছাড়াই শুরু জুনিয়র হকি প্রতিযোগিতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন জুনিয়র এশিয়া কাপ হকি (অনূর্ধ্ব-১৮) অনুষ্ঠিত হবে চীনের দাজহু শহরে। টুর্নামেন্টটি চলবে ৩ থেকে ১৩ জুলাই পর্যন্ত। আজ মঙ্গলবার আয়োজকরা প্রতিযোগিতার ফিকশ্চার প্রকাশ করেছে।

    তবে এবারের আসরে অংশ নিচ্ছে না শক্তিশালী ভারত, যা টুর্নামেন্টের প্রতিযোগিতা ও আকর্ষণে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারতের অনুপস্থিতিতে অন্য দলগুলোর সামনে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার সুযোগ কিছুটা সহজ হয়ে উঠবে।

    এশিয়ার তরুণ হকি প্রতিভাদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট ভবিষ্যতের আন্তর্জাতিক তারকা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে ধরে নেওয়া হয়।

    চীনের দাজহু শহরে আগামী ৩ থেকে ১৩ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে জুনিয়র এশিয়া কাপ হকি (অনূর্ধ্ব-১৮)। এবারের আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ বালক ও বালিকা দল, যেখানে নারী দলের জন্য এটি হবে প্রথমবারের অভিষেক।

    ছেলেদের বিভাগে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে শক্তিশালী পাকিস্তান, স্বাগতিক চীন, শ্রীলঙ্কা এবং হংকং। অন্যদিকে, ‘বি’ গ্রুপে রয়েছে ছয়টি দল—মালয়েশিয়া, জাপান, চাইনিজ তাইপে, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া ও কাজাখস্তান।

    টুর্নামেন্টে ছেলেদের বিভাগে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল উঠবে সেমিফাইনালে। বাকি দলগুলো ৫ম থেকে ৯ম স্থান নির্ধারণী ম্যাচে লড়বে। উল্লেখযোগ্য যে, বাংলাদেশ ২০১৭ সালের আসরে রানার্স আপ হয়েছিল, যা ছিল দেশের হকি ইতিহাসে এক বড় অর্জন।

    এবারই প্রথমবারের মতো নারী বিভাগে অংশ নিচ্ছে বাংলাদেশের জুনিয়র দল। নারী দলও পড়েছে ‘এ’ গ্রুপে। এখানে তাদের প্রতিপক্ষ হলো জাপান, হংকং এবং উজবেকিস্তান। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে চীন, চাইনিজ তাইপে, শ্রীলঙ্কা ও কাজাখস্তান।

    বাংলাদেশের বালক ও বালিকা দল গত পরশু বিকেএসপিতে অনুশীলন শুরু করেছে। দুটি দলই গঠিত হয়েছে সম্পূর্ণভাবে বিকেএসপি-এর খেলোয়াড় দিয়ে। দুই দলের দায়িত্বে রয়েছেন বিকেএসপির অভিজ্ঞ দুই কোচ।

    এই টুর্নামেন্টকে সামনে রেখে হকি ফেডারেশন ও বিকেএসপি আশাবাদী, তরুণদের এই অভিজ্ঞতা ভবিষ্যতের আন্তর্জাতিক পর্যায়ের জন্য প্রস্তুত হতে সহায়তা করবে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ