সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা শেষের নাটকে মোস্তাফিজের জাদু, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে বাঁচল বাংলাদেশ এশিয়ান কাপে দুর্দান্ত আগমন, তুর্কমেনিস্তানকে গোল বন্যায় ভাসাল বাংলাদেশ নারী দল
  • গল টেস্টে লাঞ্চ পর্যন্ত মুশফিক-লিটনের দৃঢ় প্রতিরোধ

    গল টেস্টে লাঞ্চ পর্যন্ত মুশফিক-লিটনের দৃঢ় প্রতিরোধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গল টেস্টের দ্বিতীয় দিনেও নিয়ন্ত্রণ ধরে রেখেছে বাংলাদেশ। প্রথম সেশনে একমাত্র উইকেট হিসেবে ফিরে গেছেন নাজমুল হোসেন শান্ত, যিনি আগের দিনের মতোই দায়িত্বশীল ব্যাটিং করছিলেন। দিন শুরু করেন ১৩৬ রান নিয়ে, তবে ব্যক্তিগত ১৪৮ রানে এসে আসিথা ফার্নান্দোর বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

    তবে শান্তর বিদায়ের পর অভিজ্ঞ মুশফিকুর রহিম ইনিংসের হাল ধরে রাখেন। তার সঙ্গে ক্রিজে যোগ দেন লিটন দাস। দুজন মিলে চাপ সামলে ধীরে ধীরে এগিয়ে নেন দলের স্কোর। শ্রীলঙ্কা অবশ্য এই সময়ে দুটি সুযোগ নষ্ট করেছে—মুশফিক ও লিটন দুজনই জীবন পেয়েছেন ক্যাচ মিসের কারণে। রানআউটের সুযোগও কাজে লাগাতে পারেনি স্বাগতিক দল।

    লাঞ্চ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩৮৩ রান। মুশফিক ব্যাট করছেন ১৪১ রানে, সঙ্গে লিটন রয়েছেন ৪৩ রানে অপরাজিত। দুজনের অবিচ্ছিন্ন জুটি দাঁড়িয়েছে ৭৪ রানে।

    এমন পারফরম্যান্সে দ্বিতীয় দিনেও ম্যাচের রাশ বাংলাদেশের হাতেই রয়েছে।
    গল টেস্টের দ্বিতীয় দিনেও আধিপত্য ধরে রেখেছে বাংলাদেশ। সকালে দিনের খেলা শুরু হওয়ার পর শান্ত-মুশফিক জুটি আগের দিনের মতোই দৃঢ়তায় এগিয়ে নিতে থাকে দলকে। এই দিনে বাংলাদেশের স্কোর তিনশ ছাড়িয়ে যায় দ্রুতই। আর সেই সঙ্গেই ইতিহাস গড়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

    মুশফিক এখন আন্তর্জাতিক ক্রিকেটে এমন ব্যাটারদের মধ্যে শীর্ষে, যিনি কখনো বোলিং করেননি। তিন সংস্করণ মিলিয়ে ৪৭৩ ম্যাচে তার মোট রান এখন ১৫ হাজার ৪৭৬, যা অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টের ১৫ হাজার ৪৬১ রানের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

    অন্যদিকে, দারুণ ছন্দে থাকা নাজমুল হোসেন শান্ত থামলেন দুর্ভাগ্যজনকভাবে। ২৭৯ বল খেলে ১৫টি চার ও ১টি ছক্কায় সাজানো ইনিংসে ১৪৮ রানে ফেরেন তিনি। আসিথা ফার্নান্দোর ফুল লেংথ ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে মিডঅফে অ্যাঞ্জেলো ম্যাথিউসের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় শান্তকে। যদিও আগের ওভারেই একই বোলারের বলে এলবিডব্লিউ হয়ে রিভিউ নিয়ে বেঁচে গিয়েছিলেন তিনি। শান্তের বিদায়ে ভাঙে মুশফিকের সঙ্গে ২৬৪ রানের রেকর্ড জুটি—যা শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের চতুর্থ উইকেটে সর্বোচ্চ।

    প্রথম দিন ছিল মূলত শান্ত ও মুশফিকের দাপটে ভরপুর। শুরুটা ভালো না হলেও ৪৫ রানে তিন উইকেট হারানোর পর এই দুই ব্যাটারের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তারা গড়েন ২৪৭ রানের অবিচ্ছিন্ন জুটি, খেলে ফেলেন ৪৪৩ বল। শান্ত ১৩৬* ও মুশফিক ১০৫* রানে অপরাজিত থেকে দিন শেষ করেন।

    দ্বিতীয় দিন বড় সংগ্রহের লক্ষ্যে মাঠে নামা বাংলাদেশ প্রথম সেশনের শেষে পৌঁছে যায় ৩৮৩ রানে। মুশফিক ১৪১ ও লিটন দাস ৪৩ রানে অপরাজিত রয়েছেন। যদিও শ্রীলঙ্কা এই সময়ে দুটি ক্যাচ ও একটি রানআউটের সুযোগ নষ্ট করেছে, যা ম্যাচের মোড় ঘোরাতে পারত।

    সব মিলিয়ে গল টেস্টের দ্বিতীয় দিনেও স্পষ্ট বাংলাদেশের নিয়ন্ত্রণ, যেখানে রেকর্ডের পাশাপাশি আত্মবিশ্বাসও বাড়িয়ে চলেছেন টাইগাররা।


     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ