বাবা কোহলিকে লেখা ভামিকার চিঠিতে মুগ্ধ নেটদুনিয়া


বিশেষ মুহূর্তে একসাথে জড়িয়ে থাকা পরিবারের ভালোবাসা সবচেয়ে অমূল্য—এটাই যেন প্রমাণ করে দিল বিরাট কোহলির মেয়ে ভামিকার ছোট্ট বার্তা। বাবা দিবস উপলক্ষে বাবাকে উদ্দেশ করে ভামিকা লিখেছে, "ও আমাকে খুব ভালোবাসে"—এই হৃদয়ছোঁয়া বার্তাটি শেয়ার করেছেন কোহলির স্ত্রী ও বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মা।
রবিবার সোশ্যাল মিডিয়ায় আনুষ্কা পোস্ট করেন একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে বিরাট কোহলি ও ভামিকার এক অন্তরঙ্গ মুহূর্ত এবং তার সঙ্গেই মিষ্টি বার্তাটি। ছবির ক্যাপশনে আনুষ্কা লিখেছেন, “ভামিকার জন্য যেভাবে তুমি আছো, সেটাই তোমাকে সেরা বাবা বানায়।”
এই আবেগঘন পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। ভক্তরা প্রশংসা করেছেন কোহলি-আনুষ্কার পরিবারিক বন্ধনের। অনেকেই মন্তব্য করেছেন, “ভালোবাসা যেন এমনই হয়—নিঃশর্ত, গভীর এবং নির্ভরতার প্রতীক।”
বিরাট কোহলি ও আনুষ্কা শর্মার কন্যা ভামিকা জন্ম নেয় ২০২১ সালের জানুয়ারিতে। সেই থেকে তারা একসাথে গড়ে তুলছেন এক দারুণ সুখী পরিবার। ব্যস্ত ক্রিকেট সূচির মাঝেও সময় পেলেই মেয়ের সঙ্গে সময় কাটাতে ভোলেন না কোহলি।
বাবা দিবসে এমন একটি মুহূর্ত ক্যামেরাবন্দি করে তা শেয়ার করায় এই তারকা দম্পতি ভক্তদের কাছ থেকে আরও ভালোবাসা কুড়িয়েছেন।
বিশ্বজুড়ে পালিত হলো বাবা দিবস, আর এই বিশেষ দিনকে ঘিরে বিরাট কোহলি ও আনুষ্কা শর্মার পরিবারে ছড়িয়ে পড়ল ভালোবাসার উষ্ণতা। কোহলির স্ত্রী আনুষ্কা শর্মা একটি হৃদয়গ্রাহী পোস্টে স্মরণ করলেন দুই প্রজন্মের বাবাকে—নিজের বাবা এবং কন্যা ভামিকার প্রিয় ‘পাপা’ বিরাট কোহলিকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যায়, একদিকে আনুষ্কার বাবার সঙ্গে তাঁর শৈশবের মুহূর্ত, অন্যদিকে বিরাট কোহলির জন্য কন্যা ভামিকার লেখা একটি মিষ্টি বার্তা। পোস্টের ক্যাপশনে আনুষ্কা লেখেন, “প্রথম যে মানুষটিকে আমি ভালোবেসেছি এবং প্রথম যে মানুষটিকে আমার সন্তান ভালোবেসেছে। পিতৃদিবসে সকল বাবাকে শুভেচ্ছা।”
তবে ভামিকার হাতে লেখা বার্তাই যেন সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয়। সেখানে শিশুসুলভ মজায় ভরা কণ্ঠে লেখা:
“ও আমার ভাইয়ের মতো। খুব মজা করে। আমাকে সুড়সুড়ি দেয়। আমি ওর সঙ্গে রূপচর্চা করি। আমি ওকে খুব ভালোবাসি। ও-ও আমাকে খুব ভালোবাসে।”
এই সরলতা আর ভালোবাসায় ভরা কথাগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ভক্তরা প্রশংসায় ভরিয়ে দেন এই তারকা পরিবারকে।
এদিকে বিরাট কোহলিও দিনটি স্মরণ করেছেন ভিন্ন এক আবেগ নিয়ে। ছোটবেলায় বাবার সঙ্গে একটি সাদাকালো ছবি শেয়ার করে স্মরণ করেছেন তার প্রয়াত পিতা প্রেম কোহলিকে। সেই পোস্টে তিনি তুলে ধরেন জীবনের এক গুরুত্বপূর্ণ শিক্ষার কথা, যা তার বাবা তাকে দিয়েছিলেন—“কখনো শর্টকাটে বিশ্বাস করো না, প্রতিভা থাকলে কঠোর পরিশ্রমেই তা প্রমাণ হবে।”
বিরাট লিখেছেন, “একবার আমাকে সহজ পথে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু বাবা তা মানেননি। বরং বলেছিলেন, ‘যদি তুমি যথেষ্ট ভালো হও, নিজের পথ নিজেই খুঁজে নেবে।’ সেই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে থাকবে।”
এই পোস্টের মাধ্যমে কোহলি সম্মান জানিয়েছেন এমন সব বাবাকে, যাদের নিঃশব্দ অথচ অটল সমর্থন সন্তানদের জীবনের সঠিক পথ বেছে নিতে অনুপ্রেরণা দেয়।
বাবা দিবসে এই হৃদয়ছোঁয়া মুহূর্তগুলো ভক্তদের মনে ছুঁয়ে গেছে গভীরভাবে, যেখানে তারকারা হয়ে উঠেছেন একদম সাধারণ বাবা-মা—ভালোবাসায় ভরপুর, নিঃশর্ত, এবং পরিবারকেন্দ্রিক।
