সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ফাহমিদুলের দেশে ফেরার ইঙ্গিত: ঢাকার লিগে সুযোগ কি আসছে?

    ফাহমিদুলের দেশে ফেরার ইঙ্গিত: ঢাকার লিগে সুযোগ কি আসছে?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফাহমিদুল ইসলামকে ঘিরে দেশের ফুটবল মহলে উত্তেজনা কম হয়নি। নানা প্রতিকূলতা পেরিয়ে শেষমেশ জাতীয় দলের জার্সি গায়ে ওঠার গৌরব অর্জন করেছেন এই তরুণ তারকা। অভিষেক ম্যাচেই দর্শকদের মন জয় করেছেন তার দ্রুতগতি ও চমকপ্রদ কৌশল দিয়ে। ঘরের মাঠে ভুটান ও সিঙ্গাপুরের বিরুদ্ধে তার অসাধারণ পারফরম্যান্স ভবিষ্যতের জন্য উজ্জ্বল সম্ভাবনার বার্তা দিয়েছে।

    ফাহমিদুল বর্তমানে ইতালির চতুর্থ বিভাগে খেলছেন। এবার তাকে দেশের ঢাকার লিগে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রথমদিকে তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছিল বসুন্ধরা কিংস ও আবাহনী, কিন্তু এখন প্রধান মনোযোগ ব্রাদার্স ইউনিয়নের দিকে।

    ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খান, যিনি একই সঙ্গে বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজারও, জানিয়েছেন যে ফাহমিদুলকে দলে আনার ব্যাপারে তারা আলোচনা চালাচ্ছে। একটি দেশের গণমাধ্যমকে তিনি বলেন, ‘ফাহমিদুল তো আমাদের পরিকল্পনায় আছেন, এছাড়া আরও কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে কথাবার্তা চলছে। আমাদের দলের হয়ে আগে জামাল ভূঁইয়া খেলেছে, এমন অনেক প্রতিভা আনার চেষ্টা করবো।’

    তবে প্রশ্ন থেকে যায়, বিদেশের লিগ ছেড়ে ফাহমিদুল দেশের লিগে ফিরবেন কিনা। কারণ দেশের ফুটবলে এখনো অনেক অগ্রগতি বাকি আছে, মাঠ ও খেলার মান উন্নয়ন প্রয়োজন। আমের খান বলেছেন, ‘দেশের ফুটবলকে এগিয়ে নিতে হলে লিগের কাঠামো ও মানদণ্ডে পরিবর্তন আনতে হবে, পাশাপাশি খেলোয়াড়দের জন্য ভালো মাঠ তৈরি করতেও গুরুত্ব দিতে হবে।’

    ফাহমিদুলের বর্তমান ক্লাবের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষের পথে, তাই এখন দেখার বিষয় তার পছন্দ কী হবে এবং ভবিষ্যতে তার পরিকল্পনা কী।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ