মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে: ইউএনএফপিএ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল
  • বিশ্বকাপ নিশ্চিতের খবরে জ্যোতিকে প্রথম ফোন করেছিলেন পাকিস্তান অধিনায়ক

    বিশ্বকাপ নিশ্চিতের খবরে জ্যোতিকে প্রথম ফোন করেছিলেন পাকিস্তান অধিনায়ক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এপ্রিলের বিশ্বকাপ বাছাইপর্বে নাটকীয়ভাবে ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। ১ বলের ব্যবধানে বদলে যায় ভাগ্য। দেশের ক্রিকেট ইতিহাসে এটি একটি স্মরণীয় অধ্যায়। আর সেই ঐতিহাসিক খবরটি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি প্রথম পেয়েছিলেন একজন প্রতিপক্ষ অধিনায়কের কাছ থেকে!

    সম্প্রতি এক পডকাস্টে সেই আবেগঘন মুহূর্তটির কথা স্মরণ করলেন জ্যোতি। তিনি জানান, পাকিস্তান নারী দলের অধিনায়ক ফাতিমা সানা ছিলেন প্রথম ব্যক্তি, যিনি ফোন করে তাকে বিশ্বকাপে জায়গা নিশ্চিত হওয়ার খবরটি দেন।

    “ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পরেই আমি প্রথম ফোনটি পাই ফাতিমা সানার কাছ থেকে,” বলেন জ্যোতি।
    “তার সঙ্গে ছিলেন সিদরা আমিনসহ আরও কয়েকজন খেলোয়াড়। তারা ফোন করেই বলে—‘ইয়েস, তোমরা বিশ্বকাপের টিকিট পেয়ে গেছো!’ আমি তখন বারবার জিজ্ঞেস করছি, ‘সত্যি বলছো? আসলেই?’ তারা তখন নিশ্চিত করে বলল—‘হ্যাঁ, তোমরা বিশ্বকাপে উঠে গেছো।’ এটা আমার জীবনের এক বিশেষ মুহূর্ত।”

    এই টুর্নামেন্ট হবে বাংলাদেশের জন্য দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ। এর আগে ২০২২ সালে প্রথমবারের মতো নারী বিশ্বকাপ খেলেছিল টাইগ্রেসরা।

    আগামী ৩০ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে শুরু হবে নারীদের ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে স্বাগতিক ভারত। ৮ দলের এই টুর্নামেন্ট হবে রাউন্ড রবিন পদ্ধতিতে, যেখানে শীর্ষ ৪ দল যাবে সেমিফাইনালে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন