মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে: ইউএনএফপিএ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল
  • অভিষেকেই গোল, হামজা ও সোহেলের নৈপুণ্যে ভুটানকে হারাল বাংলাদেশ

    অভিষেকেই গোল, হামজা ও সোহেলের নৈপুণ্যে ভুটানকে হারাল বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ৫৫ মাস পর আবারও প্রাণ ফিরেছে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। গ্যালারি উপচে পড়া দর্শকে ভরে উঠেছে, চারদিকে উল্লাস আর চিৎকারে মুখর ছিল পুরো স্টেডিয়াম। শুরু থেকেই একাদশে ছিলেন ইংল্যান্ডপ্রবাসী হামজা চৌধুরী ও উদীয়মান তারকা ফাহামিদুল। এমন ম্যাচ ঘিরে আগ্রহ ছিল তুঙ্গে, আর ভুটানের বিপক্ষে সেই প্রত্যাশা পূরণ করেছে বাংলাদেশ দল। হামজা চৌধুরী ও সোহেল রানার করা দুই গোলের সুবাদে ফিফা প্রীতি ম্যাচে ২-০ ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিকরা, যা ঘরের মাঠে এনে দিয়েছে দীর্ঘ প্রতীক্ষার আনন্দ।


     বুধবার সন্ধ্যায় মাঠে নামে বাংলাদেশ এবং ভুটান। বিশেষ মুহূর্তের অংশ হয়েছিলেন ইংল্যান্ডপ্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরী, যিনি প্রথমবারের মতো দেশের জার্সিতে অভিষেক ম্যাচ খেলেন। তার সঙ্গে অভিষেক হয়েছে ইতালি প্রবাসী ডিফেন্ডার তাজ উদ্দিনেরও। অন্যদিকে, আল আমিনও ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন এবং করেন জাতীয় দলের হয়ে নিজের অভিষেক।

    ৪-২-৩-১ ছকে খেলা শুরু করে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই তারা ভুটানকে চাপে রাখে। তৃতীয় মিনিটে সুযোগ তৈরি হয় জামাল ভূঁইয়ার সামনে, তবে বল ঠিকভাবে লাগাতে পারেননি। এরপরই কর্নার থেকে জোরালো হেডে বাংলাদেশকে এগিয়ে দেন হামজা চৌধুরী—যা ছিল তার অভিষেক ম্যাচে দুর্দান্ত শুরু।

    ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করে স্বাগতিকরা। ফাহামিদুল, রাকিব ও জামাল চেষ্টা করলেও আরেকটি গোল আসেনি। বিরতিতে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ।

    দ্বিতীয়ার্ধে তিনটি পরিবর্তন এনে খেলা শুরু করেন কোচ হ্যাভিয়ের কাবরেরা। মাঠে নামেন মোহাম্মদ ইব্রাহিম, শেখ মোরসালিন ও মোহাম্মদ হৃদয়। পরে আরও তিনটি পরিবর্তন করে কাবরেরা মাঠে আনেন আল আমিন, ফয়সাল আহমেদ ফাহিম ও শাকিল আহাদ তপুকে। পরিবর্তন এনেও বাংলাদেশ গোল ব্যবধান বাড়াতে পারছিল না, কারণ ভুটানের গোলকিপার গেইলশেন জাংপো বেশ কয়েকবার চমৎকার সেভ করেন।

    তবে ৫০তম মিনিটের পরপরই সোহেল রানার দূরপাল্লার শট জালে জড়িয়ে ম্যাচে ব্যবধান বাড়িয়ে দেন। যদিও পরবর্তীতে আরও কিছু সুযোগ এসেছিল, বিশেষ করে মোরসালিন ও ইব্রাহিমের শটে, কিন্তু তা প্রতিহত করেন ভুটান রক্ষণভাগ।

    ৭২ মিনিটে গোলবারের সামনে প্রথম পরীক্ষায় পড়েন বাংলাদেশের গোলকিপার মিতুল মারমা। তার সেভ নিশ্চিত করে বাংলাদেশের ক্লিন শিট। একই সময়ে কিছু দর্শক মাঠে ঢুকে সেলফির চেষ্টা করলে নিরাপত্তা কর্মীরা হস্তক্ষেপ করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন