মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে: ইউএনএফপিএ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল
  • বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে টিকিটের চাহিদা

    ১৪ দেশ থেকে বিক্রি ১২০ টিকিট

     ১৪ দেশ থেকে বিক্রি ১২০ টিকিট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার আসন্ন আন্তর্জাতিক ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস ছুঁয়েছে চূড়ায়। ম্যাচ মাঠে গড়ানোর আগেই টিকিট নিয়ে দেখা দিয়েছে তীব্র চাহিদা।

    প্রথম দফায় অনলাইনে টিকিট বিক্রির সময়ই হঠাৎ করে সাইবার হামলার শিকার হয় টিকিটিং প্ল্যাটফর্ম। পরবর্তী সময়ে যখন টিকিট বিক্রি স্বাভাবিকভাবে শুরু হয়, তখন মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায় সবগুলো টিকিট।

    এটি স্পষ্ট করে দিয়েছে, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ঘিরে সমর্থকদের আগ্রহ কতটা তুঙ্গে। দেশের মাটিতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় লাল-সবুজের দলকে সামনে থেকে দেখতে চায় হাজারো দর্শক।

    ফুটবল ফেডারেশন সূত্রে জানা গেছে, মাঠে খেলা উপভোগ করতে স্টেডিয়ামের সব সিট এরই মধ্যে বুকড হয়ে গেছে। অনেকেই টিকিট না পেয়ে হতাশা প্রকাশ করছেন সামাজিক মাধ্যমে।

    এমন উন্মাদনা শুধু গ্যালারিতেই নয়, অনুশীলনের সময়েও দেখা যাচ্ছে ভিড়। ধারণা করা হচ্ছে, ম্যাচের দিন জাতীয় স্টেডিয়াম থাকবে কানায় কানায় পূর্ণ।
    বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার ১০ জুনের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ ঘিরে শুধু দেশে নয়, আন্তর্জাতিকভাবেও ছড়িয়ে পড়েছে দর্শকদের উন্মাদনা। অনলাইন প্ল্যাটফর্মে টিকিট ছাড়ার পর তা পৌঁছে গেছে বিশ্বের বিভিন্ন প্রান্তে—এশিয়া থেকে ইউরোপ, মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা পর্যন্ত।

    বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দেওয়া তথ্যমতে, দেশের বাইরে ১৪টি দেশের দর্শকরা কিনেছেন মোট ১২০টি টিকিট। এর মধ্যে সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে জার্মানিতে—২৭টি। বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর থেকেই ১৭ জন কিনেছেন টিকিট।

    বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী ও কিউবা মিচেল যেখানে থাকেন, সেই যুক্তরাজ্য থেকেও টিকিট কিনেছেন ১৩ জন। এছাড়া সৌদি আরব, যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাত থেকে সমান ১২টি করে টিকিট বিক্রি হয়েছে।

    অস্ট্রেলিয়া থেকেও রয়েছে ম্যাচ দেখার আগ্রহ—৯টি টিকিট কিনেছেন সেখানকার দর্শকরা। ওমান (৫), ভারত (৪), কানাডা ও নেদারল্যান্ডস (৩টি করে), ফ্রান্স ও ব্রাজিল (২টি করে) এবং উগান্ডা থেকেও একটি টিকিট কেনা হয়েছে।

    মোট ১৮,৩০০টি সাধারণ দর্শক টিকিট ছাড়াও কিছু প্রিমিয়াম ক্যাটাগরির টিকিট ছাড়া হয়েছে। বর্তমানে বাংলা-ভুটান ম্যাচের টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে Ticify.live ওয়েবসাইটে।

    বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, টিকিট বিক্রিতে কোনো অনিয়ম ছাড়াই স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে এবং সবার জন্য সমান সুযোগ তৈরি করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন