মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে: ইউএনএফপিএ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল
  • নাটকীয় প্রত্যাবর্তনে লজ্জার লাল কার্ড নেইমারের

    নাটকীয় প্রত্যাবর্তনে লজ্জার লাল কার্ড নেইমারের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চোট কাটিয়ে মাঠে ফিরেছেন নেইমার, তবে সেলেসাও জার্সিতে তার প্রত্যাবর্তন এখনো আটকে আছে। ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট জানিয়ে দিয়েছেন—নেইমার পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত তাকে দলে নেওয়ার প্রশ্নই ওঠে না।

    এই অবস্থায় ক্লাব ফুটবলে ফিরেই আবারও বিতর্কে জড়ালেন নেইমার। ব্রাজিলিয়ান লিগের ১১তম রাউন্ডে বোটাফোগোর বিপক্ষে ম্যাচে এক অদ্ভুত আচরণের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় এই তারকাকে। ম্যাচের ৭৬তম মিনিটে হাত দিয়ে বল জালে পাঠানোর চেষ্টা করেন তিনি, যার ফলে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন এবং সেটিই রূপ নেয় লাল কার্ডে।

    তার এই দুঃসময়ে ভুগতে হয় তার দল সান্তোসকেও। পূর্ণ শক্তির দল নিয়েও শেষ পর্যন্ত ১-০ গোলে পরাজিত হয় তারা। নেইমারের আচরণ নিয়ে ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে নানা আলোচনা চলছে, বিশেষ করে এমন সময়ে যখন তিনি জাতীয় দলে ফেরার জন্য নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন।

    মার্চের পর প্রথমবারের মতো সান্তোসের শুরুর একাদশে সুযোগ পেয়েছিলেন নেইমার। বদলি হিসেবে কয়েক ম্যাচে নামলেও এবার বোটাফোগোর বিপক্ষে মূল একাদশে ফেরাটা ছিল তার জন্য বড় সুযোগ। কিন্তু প্রত্যাবর্তনের এই ম্যাচটা শেষ হয় চরম হতাশায়—একটি লাল কার্ডের কলঙ্ক নিয়ে মাঠ ছাড়েন তিনি।

    প্রথমার্ধের যোগ করা সময়ে একটি ফাউলের জন্য প্রথম হলুদ কার্ড দেখেন নেইমার। এরপর দ্বিতীয়ার্ধে আরও বড় ভুল করে বসেন তিনি। গনজালো এস্কোবারের কাছ থেকে আসা পাস বাঁচাতে গিয়ে বল রিবাউন্ড হয় বোটাফোগোর গোলরক্ষক ভিক্টরের কাছ থেকে। সেই বল পেয়ে নেইমার একেবারেই ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে জালে পাঠান, যা সরাসরি হ্যান্ডবলের শামিল। ফলে রেফারি দেখান দ্বিতীয় হলুদ কার্ড, যা রূপ নেয় লাল কার্ডে।

    দশজনের দল নিয়ে এরপর আর ম্যাচে ফিরতে পারেনি সান্তোস। ম্যাচের ৮৬ মিনিটে আর্তুর গিমারেসের গোলে এগিয়ে যায় বোটাফোগো এবং শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জয় তুলে নেয়।

    এই হারে বড় ক্ষতির মুখে পড়েছে সান্তোস। ১১ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে দলটি নেমে গেছে রেলিগেশন জোনে। বিপরীতে, বোটাফোগো ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে উঠে এসেছে নবম স্থানে। লিগের শীর্ষে এখন ফ্ল্যামেঙ্গো—১১ ম্যাচে তাদের সংগ্রহ ২৪ পয়েন্ট।

    নেইমারের জাতীয় দলে ফেরার স্বপ্ন যেখানে অনিশ্চিত, সেখানে ক্লাব পর্যায়েও এমন পারফরম্যান্স তার জন্য হয়ে উঠছে আরও দুশ্চিন্তার কারণ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন