মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে: ইউএনএফপিএ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল
  • ব্যাটে আশা, বোলিংয়ে হতাশা — পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ টাইগাররা

    ব্যাটে আশা, বোলিংয়ে হতাশা — পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ টাইগাররা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তৃতীয় টি-টোয়েন্টিতে ইমন ও তানজিদের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। শুরুটা ছিল দারুণ আশাব্যঞ্জক। কিন্তু মোহাম্মদ হারিসের বিস্ফোরক শতকের সামনে সেই পুঁজি পর্যাপ্ত হলো না। শক্ত প্রতিপক্ষ পাকিস্তানের সামনে দাঁড়াতেই পারল না টাইগাররা। ফলে সিরিজের তৃতীয় ম্যাচেও হারতে হলো এবং এর সঙ্গে হোয়াইটওয়াশের তেতো স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে।

    লাহোরে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ তোলে ৬ উইকেটে ১৯৬ রানের চ্যালেঞ্জিং স্কোর। তবে সেই লক্ষ্যটা অনেকটাই সহজ করে দেন পাকিস্তানের মোহাম্মদ হারিস। তার ঝড়ো সেঞ্চুরিতে ৭ উইকেট ও ১৬ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা। ফলে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।

    ১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে পাকিস্তান। মিরাজের বলে ছক্কা মারতে গিয়ে রিশাদ হোসেনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওপেনার সাহেবজাদা ফারহান। কিন্তু এরপরই পাল্টে যায় দৃশ্যপট। সাইম আইয়ুব ও মোহাম্মদ হারিস মিলে ৯২ রানের জুটি গড়ে তুলে দলকে এগিয়ে নেন।

    ২৯ বলে ৪৫ রান করে আউট হন সাইম আইয়ুব। তবে অপরপ্রান্তে একাই ঝড় তোলেন হারিস। মাত্র ৪৫ বলে তুলে নেন দুর্দান্ত সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৪৬ বলে ১০৭ রানে অপরাজিত থাকেন তিনি, যেখানে ছিল ৮টি চার ও ৭টি ছক্কা।

    চারে নামা মোহাম্মদ নেওয়াজও ছিলেন আক্রমণাত্মক। ১৩ বলে করেন ২৬ রান। অধিনায়ক সালমান আঘা ১২ বলে ১৫ রান করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

    বাংলাদেশের হয়ে মিরাজ নেন ২টি উইকেট, একটি উইকেট শিকার করেন তানজিম সাকিব।

    এর আগে বাংলাদেশের ব্যাটিং ছিল উজ্জ্বল। ওপেনিংয়ে পারভেজ ইমন ৩৪ বলে ৬৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন। তানজিদ হাসান যোগ করেন ৩২ বলে ৪২ রান। হৃদয় করেন ২৫ এবং অধিনায়ক লিটন দাস করেন ২২ রান।

    পাকিস্তানের হয়ে হাসান আলি ও আব্বাস আফ্রিদি নেন দুটি করে উইকেট।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন