মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে: ইউএনএফপিএ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল
  • প্রথমবার দেশের মাঠে অনুশীলনে ফাহামিদুল, কী বলছে জাতীয় দল

    প্রথমবার দেশের মাঠে অনুশীলনে ফাহামিদুল, কী বলছে জাতীয় দল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় দলের প্রস্তুতির সূচি ছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। তবে শুক্রবার রাতে রাজধানীতে টানা বর্ষণের কারণে শেষ মুহূর্তে পরিবর্তন করা হয় অনুশীলন ভেন্যু। স্টেডিয়ামের মাঠে ইতোমধ্যে নকশাগত সংস্কারের কাজ চলমান থাকায় কাদা জমে গেলে মাঠের ক্ষতির আশঙ্কা ছিল। তাই বিকল্প হিসেবে বেছে নেওয়া হয় বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীলন মাঠ।

    শনিবার (৩১ মে) থেকে শুরু হয় বাংলাদেশ দলের ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি। কোচ হাভিয়ের কাবরেরার অধীনে ২৪ জন ফুটবলার প্রথম দিনের অনুশীলনে অংশ নেন। দলে অনুপস্থিত ছিলেন হামজা চৌধুরী ও সোমিত সোম। হামজা চোট থেকে সেরে ওঠার পথে রয়েছেন, আর সোম অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন সামনের দিনগুলোতে।

    কোচ কাবরেরা জানান, “পরিস্থিতি যেমনই হোক, আমাদের প্রস্তুত থাকতেই হবে। খেলোয়াড়রা দারুণ মনোযোগী, আর বিকল্প ভেন্যুতেও তারা পূর্ণ উদ্যমে অনুশীলন করেছে।”

    উল্লেখ্য, আগামী মাসের শুরুতেই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ।

    জাতীয় দলের অনুশীলনে শনিবার বসুন্ধরা কিংস এরেনায় যখন ঘাম ঝরাচ্ছিলেন ২৪ ফুটবলার, সেখানে আলাদা নজর কাড়লেন এক নতুন মুখ—ইতালিপ্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম। দেশের মাটিতে এটাই তার প্রথম জাতীয় দলের অনুশীলন, যা ঘিরে ছিল বাড়তি কৌতূহল ও প্রত্যাশা।

    যদিও এখনো জাতীয় দলের জার্সি গায়ে চাপানো হয়নি তার, তবে এর আগেও ভারতের বিপক্ষে ঘোষিত প্রাথমিক দল থেকে তার বাদ পড়া নিয়ে সামাজিক মাধ্যমে ছিল ব্যাপক আলোড়ন। এবার যেন সেই হতাশা ভুলে নিজেকে প্রমাণ করার লক্ষ্যে মাঠে নেমেছেন তিনি।

    জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুন বললেন,

    "ফাহামিদুল নিঃসন্দেহে প্রতিভাবান খেলোয়াড়। সৌদি আরবের ক্যাম্পে সে যে পর্যাপ্ত সময় পায়নি, সেটি আমরা বুঝি। তবে এখন সে অনেক বেশি প্রস্তুত হয়ে ফিরেছে। কাবরেরা ও আমার কাছে সে পরিণত একজন খেলোয়াড় বলেই মনে হয়েছে। আশা করি, সে নিজেকে প্রমাণ করতে পারবে।"

    তবে ডিফেন্ডার ইসা ফয়সালের চোখে, ফাহামিদুল আর পাঁচজনের মতোই দলের অংশ।

    “সে খুবই মিশুক। প্রবাসী হিসেবে আলাদা করে ভাবার কিছু নেই, ও আমাদের মতোই একজন বাংলাদেশি ফুটবলার।”
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন