মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে: ইউএনএফপিএ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল
  • বাংলাদেশ সফরের জন্য প্রস্তুত পাকিস্তান দল, সূচি চূড়ান্ত

    বাংলাদেশ সফরের জন্য প্রস্তুত পাকিস্তান দল, সূচি চূড়ান্ত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আবারও মাঠে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। চূড়ান্ত হয়েছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরের সময়সূচি।

    দ্বিপক্ষীয় এই সিরিজকে কেন্দ্র করে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনার পর নির্ধারিত হয়েছে ম্যাচের তারিখ, ভেন্যু ও ফরম্যাট। ক্রিকেটপ্রেমীদের মধ্যে সিরিজ ঘিরে আগ্রহও বাড়ছে।

    সফরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—সব ফরম্যাটেই ম্যাচ আয়োজনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

    বর্তমানে পাকিস্তানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ দল। ইতিমধ্যে প্রথম দুই ম্যাচে হেরে গিয়ে সিরিজ হাতছাড়া করেছে টাইগাররা। তবে তৃতীয় ম্যাচে মাঠে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন দল, হোয়াইটওয়াশ এড়ানোই তাদের মূল লক্ষ্য। এই সিরিজ চলাকালীন সময়েই নিশ্চিত হলো পাকিস্তানের বাংলাদেশ সফরের সূচি।

    সূত্র অনুযায়ী, আগামী ১৮ জুলাই ঢাকায় পৌঁছাবে পাকিস্তান জাতীয় দল। এরপর ২০, ২২ ও ২৪ জুলাই অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে সফরের প্রাথমিক সূচি তৈরি করে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) পাঠিয়েছে। দুই বোর্ডের মধ্যে আলোচনা শেষে এই সূচি চূড়ান্ত করা হয়। জানা গেছে, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সময় বিসিবি ও পিসিবির শীর্ষ পর্যায়ের এক বৈঠকে এই সিরিজ আয়োজনের সিদ্ধান্ত হয়।

    দুই দলের মধ্যে সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ হয়েছিল ২০২১ সালে, যেখানে পাকিস্তান জয় পেয়েছিল। এবার ঘরের মাঠে বদলা নিতে মরিয়া থাকবে টাইগাররা। ঘরের মাঠে সিরিজ হওয়ায় দর্শকদের মধ্যেও বাড়তি আগ্রহ লক্ষ করা যাচ্ছে।

    এদিকে, বাংলাদেশ সফর শেষ করেই পাকিস্তান দল রওনা হবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ সফরে, যেখানে আরও একটি আন্তর্জাতিক সিরিজ খেলবে তারা। ফলে বাংলাদেশ সফরটি পাকিস্তানের জন্যও গুরুত্বপূর্ণ একটি প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।

    সিরিজ সামনে রেখে শিগগিরই বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে একটি প্রতিযোগিতামূলক দল গঠনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানা গেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন