মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে: ইউএনএফপিএ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল
  • বিসিবির দায়িত্ব নিয়ে সাকিব ইস্যুতে প্রথমবার মুখ খুললেন বুলবুল

    বিসিবির দায়িত্ব নিয়ে সাকিব ইস্যুতে প্রথমবার মুখ খুললেন বুলবুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নানান জল্পনা-কল্পনা আর নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব নিয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো শুক্রবার (৩০ মে) সংবাদ সম্মেলনে মুখোমুখি হন তিনি।

    সংবাদ সম্মেলনে নানা বিষয়ে কথা বলেন নতুন বোর্ড সভাপতি।بطঅবশ্য আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সাকিব আল হাসানকে ঘিরে এক প্রশ্ন, যেটির উত্তর এড়িয়ে যাননি বুলবুল। সাকিবের ভবিষ্যৎ পরিকল্পনা, ফর্ম ও জাতীয় দলের সঙ্গে তার সম্পর্ক নিয়ে সাংবাদিকদের জিজ্ঞাসায় বেশ স্পষ্টভাবেই মত দেন তিনি।

    রাজনৈতিক পরিস্থিতির জটিলতায় দীর্ঘদিন ধরে দেশের মাটিতে পা রাখতে পারেননি সাকিব আল হাসান। শুধু হোম সিরিজ নয়, আন্তর্জাতিক অঙ্গনেও এখন অনেকটা আড়ালে বাংলাদেশের অন্যতম সেরা এই ক্রিকেটার।

    সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে তাকে না রাখার পেছনে নির্বাচকরা যে কারণ দেখিয়েছেন, তা হলো সাকিবের বোলিং অ্যাকশন বর্তমানে নিষিদ্ধ থাকা। ফলে জাতীয় দলে তার অন্তর্ভুক্তি আপাতত সম্ভব নয় বলে জানিয়েছে নির্বাচক প্যানেল।

    নতুন দায়িত্বের প্রথম দিনেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে মুখোমুখি হতে হলো সাকিব আল হাসান প্রসঙ্গে। শুক্রবার (৩০ মে) সংবাদ সম্মেলনে দেশের এই তারকা অলরাউন্ডারকে নিয়ে প্রশ্ন উঠলে কৌশলী উত্তর দেন বোর্ডের ১৬তম সভাপতি।

    “সাকিব বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। আমরা চাই সে ফিট থাকুক, মাঠে ভালো খেলুক”—বলেন বুলবুল। তবে জাতীয় দলে সাকিবের ভবিষ্যৎ নিয়ে সোজাসাপটা কোনো মন্তব্য না করে বিষয়টি নির্বাচকদের কোর্টে ঠেলে দেন তিনি।

    উল্লেখ্য, বোলিং অ্যাকশন নিষিদ্ধ থাকার কারণে দীর্ঘদিন ধরে জাতীয় দল থেকে দূরে আছেন সাকিব। যদিও গত মার্চে অ্যাকশন সংশোধন করে পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি এবং পাকিস্তান সুপার লিগে বোলিংও করেছেন। তবুও জাতীয় দলের দরজা আদৌ তার জন্য খোলা কি না—এ নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি।

    এই প্রশ্নে বোর্ড কর্মকর্তাদের পক্ষ থেকে অনেক সময়ই এড়িয়ে যাওয়ার প্রবণতা দেখা গেছে। এবারও ভিন্ন কিছু শোনা গেল না। বরং রাজনৈতিক প্রভাব বা বোর্ড উপদেষ্টাদের হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠলে বুলবুল স্পষ্ট করে বলেন, “নির্বাচনের বিষয়ে উপদেষ্টার কোনো ভূমিকা নেই। নির্বাচকরা স্বাধীনভাবে কাজ করেন এবং আমাদের নির্বাচন প্রক্রিয়াকে আমরা সম্মান করি।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন