মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে: ইউএনএফপিএ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল
  • বন্যা কবলিত শহরের মানুষদের সম্মানে মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দল ঘোষণা

    বন্যা কবলিত শহরের মানুষদের সম্মানে মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দল ঘোষণা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন তো বটেই, ২০২৬ বিশ্বকাপের চূড়ান্তপর্বে ইতোমধ্যেই জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। তবে বাছাইপর্বের আনুষ্ঠানিকতা এখনো বাকি। সামনে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল।


    আসন্ন ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। তবে এবার প্রচলিত নিয়ম ভেঙে ভিন্নভাবে জানানো হয়েছে খেলোয়াড়দের নাম। কোনো প্রেস বিজ্ঞপ্তি বা সংবাদ সম্মেলনের বদলে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) প্রকাশ করেছে এক আবেগঘন ভিডিও, যা ছুঁয়ে গেছে লাখো মানুষের হৃদয়।

    ভিডিওটিতে অংশ নিয়েছেন বাহিয়া ব্লাঙ্কা শহরের সাধারণ মানুষ, যাদের জীবন গত মার্চে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। শহরের নানা বয়সী নারী-পুরুষ, শিশু ও প্রবীণ—সবাই একে একে উচ্চারণ করেছেন লিওনেল স্কালোনির স্কোয়াডে থাকা ফুটবলারদের নাম।

    এই উদ্যোগের মাধ্যমে আর্জেন্টিনা জাতীয় দল শুধু একটি স্কোয়াড ঘোষণা করেনি, বরং বার্তা দিয়েছে—"জাতীয় দল কেবল মাঠের জন্য নয়, দেশের প্রতিটি মানুষের পাশে দাঁড়ানোর জন্যও।"
    ভিডিওর শেষাংশে ফুটবলারদের পক্ষ থেকেও বাহিয়া ব্লাঙ্কার মানুষের প্রতি সংহতি ও সহানুভূতির বার্তা পৌঁছে দেওয়া হয়।
    আগের স্কোয়াড থেকে ফিটনেস সমস্যার কারণে বাদ পড়া অধিনায়ক লিওনেল মেসি এবার পূর্ণ ফিটনেস নিয়ে জাতীয় দলে ফেরত এসেছেন। ইন্টার মায়ামির হয়ে সাম্প্রতিক সময়ে ভালো ফর্মে থাকা এবং ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পর এবার তাকে দেখা যাবে পূর্ণ গতিতে খেলতে।

    দলের সবচেয়ে বড় চমক এসেছে দুই নতুন তরুণ খেলোয়াড়ের অন্তর্ভুক্তিতে—

    মারিয়ানো ট্রোয়লো (বেলগ্রানো): প্রথমবারের মতো জাতীয় দলের ডাক পাওয়া এই প্রতিভাবান ডিফেন্ডারকে দলের ভবিষ্যতের অন্যতম সেরা হিসেবে দেখা হচ্ছে।

    ফ্রাঙ্কো মাস্তান্তুওনো (রিভার প্লেট): মাত্র ১৭ বছর বয়সী মিডফিল্ডার দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে সুযোগ পেয়েছেন জাতীয় দলে।

    এছাড়া স্কোয়াডে জায়গা পেয়েছেন ইনডিপেনডিয়েন্তের ডিফেন্ডার কেভিন লোমোনাকো এবং ভ্যালেন্সিয়ার মিডফিল্ডার এনজো বারেনেচিয়া, যিনি এখনও জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় রয়েছেন।

    অন্যদিকে, আগের স্কোয়াডের চারজন খেলোয়াড় ইনজুরি ও ফর্মের কারণে এবার বাইরে রয়েছেন—

    নিকোলাস ডোমিঙ্গেজ (নটিংহ্যাম ফরেস্ট) – মেনিসকাস চোট

    আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল) – ম্যাচ ফিটনেসের অভাবে

    আলেহান্দ্রো গারনাচো (ম্যানচেস্টার ইউনাইটেড)

    ভ্যালেন্তিন কাস্তেইয়ানোস

    কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, তারা চোটের কারণে এখন স্কোয়াডে না থাকলেও ভবিষ্যতে দল পুনরায় ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

    ম্যাচ সূচি
    ৫ জুন: চিলির বিরুদ্ধে (সান্তিয়াগো, স্থানীয় সময় রাত ১০টা)

    ১০ জুন: কলম্বিয়ার বিরুদ্ধে (মনুমেন্টাল স্টেডিয়াম, রাত ৯টা)

    আর্জেন্টিনার ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড
    গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, ওয়ালটার বেনিতেজ, জেরোনিমো রুলি

    ডিফেন্ডার: নিকোলাস ওতামেন্দি, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ফয়থ, নিকোলাস তাগলিয়াফিকো, নাহুয়েল মোলিনা, সান্তিয়াগো মেডিনা, ভ্যালেন্টিন বারকো, লিওনার্দো বালেরদি, মারিয়ানো ট্রোয়লো, কেভিন লোমোনাকো

    মিডফিল্ডার: রোদ্রিigo ডি পল, এনজো ফার্নান্দেজ, লিওান্ড্রো প্যারেদেস, গুস্তাভো পালাসিওস, জিওভানি লো চেলসো, থিয়াগো আলমাদা, নিকো পাজ, এনজো বারেনেচিয়া

    ফরোয়ার্ড: লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, অ্যাঞ্জেল কোররেয়া, নিকোলাস গঞ্জালেস, গিউলিয়ানো সিমিওনে, ফ্রাঙ্কো মাস্তান্তুওনো

    বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার এই স্কোয়াড কেবল প্রতিযোগিতার জন্য নয়, বরং দেশের মানুষের মধ্যে ঐক্য, শক্তি ও সহানুভূতির বার্তাও বহন করছে। বাহিয়া ব্লাঙ্কার ক্ষতিগ্রস্ত মানুষদের কণ্ঠে ফুটবল তার পবিত্রতা ও মানুষের সঙ্গে সংযোগকে আরও গভীর করেছে আর্জেন্টিনা জাতীয় দল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন